‘চিনি’ থেকে মাঝপথে বাদ পড়ার পর, নতুন রূপে ফিরছেন ‘খেলনাবাড়ি’র গুগলি ইন্দ্রাণী

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল (Bengali Serial)। বছর বছর কত সিরিয়াল (Bengali Serial) যায় আর আসে কিন্তু তারই মাঝে এমন কিছু সিরিয়াল থাকে যার গল্প এবং চরিত্র কোনোভাবেই ভুলতে পারেন না দর্শক। ছোটপর্দার এমনই এক জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল জি বাংলার ‘খেলনাবাড়ি’।  এই ধারাবাহিকে মিতুলের মেয়ে গুগলির বড়বেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য।

নতুন বাংলা সিরিয়ালে (Bengali Serial) ফিরছেন ‘খেলনাবাড়ি’র গুগলি ইন্দ্রাণী

সেদিক দিয়ে দেখতে গেলে এই ধারাবাহিকে ইন্দ্রাণী অভিনয় করেছিলেন দ্বিতীয় প্রধান নায়িকার চরিত্রে। পর্দায় মিতুলের মেয়ে গুগলির চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন ইন্দ্রাণী। এই সিরিয়াল শেষ হতে না হতেই জি বাংলার পার্শ্ব চরিত্রের এই অভিনেত্রী সুযোগ পেয়ে গিয়েছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিনি’র নায়িকা হওয়ার।

শুরুর দিকে টানা কয়েক মাস এই সিরিয়ালে প্রধান নায়িকা চিনির চরিত্রে অভিনয়ও করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু আচমকাই ছন্দপতন! হঠাৎ করেই একদিন এই সিরিয়ালের এক নতুন প্রোমো আসে।  আর সেখানেই দেখা যায় মুখ বদল হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকার। পরবর্তীতে এই সিরিয়ালে ইন্দ্রাণীর  জায়গা নেন জনপ্রিয় অভিনেত্রী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন : গায়ের রঙের জন্য ট্রোল হয়েছেন ছোটবেলায়! আজ তাঁর ফ্যাশন সেন্সে মুগ্ধ দুনিয়া

কিন্তু আচমকা কেন এই ধারাবাহিক থেকে ইন্দ্রাণীকে বাদ দেওয়া হলো তা জানা যায়নি। যদিও টেলিপাড়ার গুঞ্জন ছিল টিআরপি কম হওয়ার কারণেই মাঝ পথে এই সিরিয়াল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ইন্দ্রাণীকে। চিনি থেকে বাদ পড়ার পর মাঝে বহুদিন কোন ধারাবাহিকে দেখা যায়নি ইন্দ্রাণীকে।

Bengali Serial

তবে এবার শোনা যাচ্ছে স্টার জলসার নতুন মেগা সিরিয়াল ‘রাঙামতি  তীরন্দাজ’-এ  এবার কোন এক পার্শ্ব চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। তবে এখনও পর্যন্ত তাঁর এই চরিত্রের বিষয়ে কিছুই জানা যায়নি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর