গোরক্ষনাথ মন্দিরে হামলা, আহত দুই জওয়ান! আততায়ীকে গ্রেফতার করল পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গোরক্ষনাথ মন্দির ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং এর পরই গতকাল রবিবার সন্ধ্যায় মন্দিরের নিরাপত্তারক্ষী দুই জওয়ানকে অস্ত্র দিয়ে আক্রমণ করে এক ব্যক্তি। বর্তমানে স্থানীয় পুলিশ এবং এটিএস একত্রিত হয়ে হুমকি এবং এই হামলার লিঙ্ক যোগ করতে শুরু করেছে।

৪ঠা ফেব্রুয়ারি তিন তিনটি টুইট করে বেশ কয়েকটি বড় রেলস্টেশন, গোরক্ষনাথ মন্দির এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর বোমা হামলার হুমকি দেওয়া হয়। লেডি ডন নামের টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্তও শুরু করলেও আসামি অধরাই ছিল। এরপর রবিবার গভীর রাতে হামলার পর তৎপর হয় পুলিশ।

   

হামলার পর এডিজি অখিল কুমার জানান, রবিবার সন্ধ্যাবেলা এক যুবক মন্দিরের প্রবেশস্থল দিয়ে জোর করে ঢোকার চেষ্টা করেছিল। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। আহত দুই জওয়ানকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় বলে খবর। এডিজি বলেছেন যে, আহমেদ মুর্তজা নামের হামলাকারীটি গোরক্ষপুরের সিভিল লাইনে থাকে। এডিজি বলেন, গ্রেফতারের সময় হামলাকারী যুবক আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ হয়ে উঠলে পুলিশ তার থেকে ঘটনার কারণ জানার চেষ্টা করবে।

jpg 20220404 112013 0000

ADG বলেছেন, জঙ্গি যোগের দিকটিও বিবেচনা করে দেখা হচ্ছে। এটি একটি গুরুতর বিষয়। উল্লেখ্য, হামলাকারী যুবক আহমেদের কাছ থেকে বিমানের টিকিট, ল্যাপটপ ও প্যান কার্ড পাওয়া গিয়েছে। তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন যে, আহমেদের পরিবার পূর্বে মুম্বইয়ে থাকলেও ২০২০ সালে তারা উত্তরপ্রদেশে এসে বসবাস শুরু করে। হামলাকারী ছেলে মানসিক রোগী বলে দাবি করেছেন  তার পিতা। আরো জানা গিয়েছে যে, সে মুম্বইয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলো।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর