কমে গেল দূরত্ব, মাত্র ৬ ঘণ্টাতেই সড়কপথে শিলিগুড়ি! বড় উপহার দিলেন নিতিন গডকরি

বাংলা হান্ট ডেস্ক : গোরক্ষপুরকে (Gorakhpur) এক নতুন রাস্তা উপহার দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। গোরখপুর-শিলিগুড়ি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে (Greenfield Expressway) এবং গোরখপুর-শামলি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের মাধ্যমে গোরখপুরের উন্নয়ন যে ত্বরান্বিত হবে সে কথা বলাই বাহুল্য। এনএইচআই কর্মকর্তাদের বয়ান অনুযায়ী, এই নতুন রাস্তা সম্পূর্ণ হলে গোরখপুর থেকে শিলিগুড়ির দূরত্ব অর্ধেক হয়ে যাবে।

এনএইচআই-র প্রেস রিলিজ থেকে জানা যাচ্ছে গোরখপুর জেলায় প্রায় ৮৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে এই রাস্তাটি। এদিকে শিলিগুড়ি পর্যন্ত বাকি ৫২০ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি বিহারের প্রায় ৯ টি জেলার মধ্যে দিয়ে যাবে। যার মধ্যে রয়েছে পূর্ব চম্পারণ, সীতামারহি, শিবহার, দরভাঙ্গা, সুপল, কিশানগঞ্জ, পশ্চিম চম্পারণ, মধুবনি এবং ফারবিসগঞ্জ দেওরিয়া, কুশিনগর। ফলে এর সবচেয়ে বেশি অংশ থাকবে বিহারে।

উল্লেখ্য, এই এক্সপ্রেসওয়ের কথা প্রস্তাবিত হয় গত ২০২১ সালে‌। ২০২৫ সালের মধ্যে এই এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, এনএইচএআই এই এক্সপ্রেসওয়ের ডিপিআর প্রস্তুত করার দায়িত্ব দিয়েছে LN মালভিয়া ইনফ্রা প্রজেক্টস প্রাইভেট লিমিটেড-কে। এরপর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে।

সূত্রের খবর, এই এক্সপ্রেসওয়ে জনবহুল এলাকার মধ্য দিয়ে যাবে না। গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হওয়ায় এই রাস্তার দু’পাশে গাছ-গাছালি থাকবে। অর্থাৎ চালকরা রাস্তার দু’ধারে সবুজ দেখতে পাবেন। বর্তমানে গোরখপুর থেকে শিলিগুড়ি পৌঁছতে ১৫ ঘণ্টারও বেশি সময় লাগে। গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ সম্পূর্ণ হলে মাত্র ৬ ঘণ্টায় এই দূরত্ব অতিক্রম করতে পারবে যাত্রীরা।

23 08 2022 expressway projects in up 2 23004858 175327514

এনএইচএআই কর্মকর্তা ভাবেশ আগরওয়ালের কথায়, ‘গোরখপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প প্রস্তুত। গোরখপুর থেকে শামলি এক্সপ্রেসওয়ের কাজ চলছে। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে গোরখপুর এবং শামলির মধ্যে একটি ৮৪০ কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে।’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর