পৃথিবীর সবথেকে ছোট শহর, থাকেন মাত্র ৫২ জন! এক দৌড়েই ঘুরে শেষ করে দেবেন গোটা এলাকা

বাংলা হান্ট ডেস্ক : বিশ্বের (World’s Smallest Country) সবথেকে ছোট দেশের কথা হলেই একটাই নাম মাথায় আসে, ভ্যাটিক্যান সিটি (Vatican City)। তবে আমরা যদি বলি পৃথিবীতে এর চেয়েও ছোট শহর (City) রয়েছে, তবে কি অবিশ্বাস করবেন? সম্প্রতি এমন একটি ছোট্ট শহরের সন্ধান মিলেছে, যার জনসংখ্যার পরিসংখ্যান শুনলে অবাক হবেন আপনিও।

বিশ্বের ক্ষুদ্রতম শহরটি ঠিক কতটা ক্ষুদ্র তা আপনি এখানকার জনসংখ্যার পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। এটি এমন একটি শহর যা কয়েকটি মাত্র বাড়ি আর সামান্য খোলা সবুজ জায়গা নিয়ে তৈরি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব মাত্র ১ হাজার ১২৫ ফুট।

অর্থাৎ আপনি চাইলেই সকাল সকাল শহরটিকে বার কয়েক চক্কর দিয়ে জগিং করতেই পারেন। অবাক করা এই দেশটি ক্রোয়েশিয়ার ইস্তিরা নামে অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত। এর আগে ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই শহরে মাত্র ৩০ জন মানুষ বাস করত। এরপর ২০২১ সালের গণণা অনুযায়ী সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জন। ক্ষুদ্র এই শহরটির নাম ‘হাম’।

জানা যাচ্ছে, এই শহরই হল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র শহর। শহরটি যদিও ক্রোয়েশিয়ার, তবে ইতালির সাথে এর ঘনিষ্ঠতা বেশি। যার কারণে এই শহরের মানুষ ক্রোয়েশিয়ান ভাষায় নয় বরং ইতালিয়ান ভাষাতেই কথা বলেন। বাইরে কোথাও যেতে হলেও এরা ইতালির রাস্তাই ব্যবহার করে থাকেন।

hum the smallest town in the world

প্রসঙ্গত উল্লেখ্য, ‘হাম’ (Hum) শহরটি ছোট্ট হলেও এখানকার জনবসতি বেশ প্রাচীন। এখানকার ব্র্যান্ডি বিশ্ববিখ্যাত। সুরাপ্রমীদের অন্যতম পছন্দের ব্র্যান্ডি বিস্কা, এখানকারই। সুরাপ্রেমী মানুষজন বিস্কার খবর রাখেন। এই পানীয় হাম শহরকে এক বিশেষ পরিচিতি দিয়েছে। পাশাপাশি শহরের স্থাপত্য-ও দেখার মত। ক্ষুদ্র এই শহরটির বাড়িগুলি মূলত পুরোনো স্থাপত্যের। সেসব দেখতেও বহু মানুষ ভিড় জমান এখানে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর