কিছুক্ষণেই ধেয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোয়! তুমুল সতর্কতা জারি করল IMD

বাংলাহান্ট ডেস্ক : আবহাওয়ার খামখেয়ালীপনায় রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কম বেশী সব জায়গাতেই যেন এক অস্বস্তিকর আবহাওয়া (Weather)। কখনও মেঘ আবার কখনও বৃষ্টি আবার কখনও চড়া রোদ, সবকিছুরই সাক্ষী থাকছেন বাংলার মানুষ। বেশকিছু দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এবার দক্ষিণবঙ্গবাসীও বৃষ্টিতে ভিজতে চলেছে।

ইতিমধ্যেই অবশ্য রাজ্যের আবহাওয়া নিয়ে নতুন করে বুলেটিন জারি হয়েছে। আইএমডি’র পক্ষ থেকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবহাওয়ার কী পরিস্থিতি হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বুলেটিনে কী বলেছে আলিপুর আবহাওয়া দফতর? আপনিও জানার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন? চলুন বিস্তারিত আলোচনা করা যাক।

হাওড়া অফিসের তরফে জানানো হয়েছে যে, উত্তরবঙ্গের (North Bengal) পাশাপাশি দক্ষিণবঙ্গেও (South Bengal) বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। অন্যদিকে, প্রবল বৃষ্টিপাতের জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে উত্তরবঙ্গের বাসিন্দাদের। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলোতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।

todays Weather report 17 th april of west Bengal

এছাড়াও, এদিনের বুলেটিন অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে হাওড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ধেয়ে আসছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও, গ্রীষ্মের দাবদাহের পর স্বাভাবিকভাবেই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের মানুষ।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর