বাংলা হান্ট ডেস্ক :-
ধীরে ধীরে এই গেম পরিণত হচ্ছে ভাইরাসে। ক্রমাগত নেটিজেনরা এর বিরুদ্ধে সোচ্চার হলেও আদতেই কোনো লাভই হয়নি বরং এই গেমের প্রচার আরো বেড়েছে।
গেমের ফিচার এবং গ্রাফিক্স এসবের জন্যই বর্তমান প্রজন্ম ক্রমাগত এই গেমে আরো আসক্তি বাড়িয়ে চলেছে।ক্রমাগত চোখের সামনে ফোন রেখে তারা নৃশংসতার পরিচয় হাতের মাধ্যমে দেওয়ার ফলে মস্তিষ্কের গ্রে ম্যাটার ধীরে ধীরে নষ্ট হয় যাচ্ছে। ডাক্তারি ভাষায় মানসিক বিকারগ্রস্থ রূপে পরিচিতি পাচ্ছে। অবশেষে মাকেই ধরতে হল এর হাল ছেলেকে বছর ২০র অর্পণের মন ফেরাতে কোন্নগর বাসিন্দা অনুপমা দেবী ছেলেকে একটি গার্লফ্রেন্ড খুঁজে দিলেন।
ঘটনাটি নিজেই অর্পণ ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়। ঘটনাটি পোস্টের পর থেকেই যথেষ্ট রকম ভাবে ভাইরাল হয়ে পড়ে। তবে এখন সে এই নেশা থেকে একেবারেই মুক্ত এবং এতে যথেষ্ট পরিমাণে হাঁফ ছেড়ে বেঁচেছে। বাড়ির লোকের সাথে এর ফলে তাঁর ঝামেলাও কম হচ্ছে এবং আনসোশ্যাল তকমা গায়ে নিয়ে আর ঘুরতে হচ্ছে না তাকে।