সাহেবি ঢঙ-এ বিয়ের পর প্রথম বড়দিন পালন উত্তম কুমারের নাতি নাতবৌ গৌরব-দেবলীনার, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন দেবলীনা কুমার (devlina kumar) ও গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee)। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবের উপস্থিতিতেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। সম্পূর্ণ বৈদিক নিয়ম মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব দেবলীনা। তারপর ১৫ ডিসেম্বর গ্র‍্যান্ড রিসেপশন‍। টুক করে দার্জিলিংয়ে হানিমুনও সেরে নিয়েছেন দুজনে।

বিয়ের পর এটাই প্রথম খ্রিস্টমাস (christmas) দেবলীনা গৌরবের। গত তিন বছরের প্রেমে একসঙ্গে খ্রিস্টমাস পালন করেছেন বটে। তবে দম্পতি হিসাবে এই প্রথম একসঙ্গে বড়দগন পালন করলেন তাঁরা। ঘনিষ্ঠ বন্ধু গায়ক অনীক ধরের বাড়িতেই খ্রিস্টমাস পালন করেন গৌরব দেবলীনা।

Screenshot 2020 12 26 14 34 32 081 com.instagram.android
এই বিশেষ দিন উপলক্ষে নিজের বাড়ির ব‍্যালকনিতে খ্রিস্টমাস ট্রি, আলো, তালা, রঙচঙে ফিতে দিয়ে সাজিয়েছিলেন অনীক। খ্রিস্টমাস ট্রির সামনে দাঁড়িয়ে পোজ দিলেন গৌরব দেবলীনা। গৌরবের কোলে দেখা গেল অনীকের মেয়েকেও।

আবার নিজের ইনস্টা স্টোরিতে অনীকের মেয়ের সঙ্গে গৌরবের খুনসুটির ভিডিও শেয়ার করেন দেবলীনা। এদিন দুজনেই সেজেছিলেন সাহেবি কায়দায়। দেবলীনার পরনে ছিল ধূসর শর্ট ড্রেস ও কালো জ‍্যাকেট এবং গৌরবের পরনে ছিল রঙবেরঙের সোয়েটার ও ডেনিম।

https://www.instagram.com/p/CJOlf-dgB7R/?igshid=1krrdiue0fy8i

প্রসঙ্গত, এই তারকা জুটির বিয়ে নিয়ে অনেকদিন ধরেই সরগরম ছিল সোশ‍্যাল মিডিয়া। বিয়ের খবর প্রকাশ‍্যে আসার পর একসঙ্গে কিছু ফটোশুটও করেন তাঁরা। বিয়ের আগে মেহেন্দি, গায়ে হলুদের ছবিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন দেবলীনা।

বিয়ের দিন এক্কেবারে বাঙালি কনের মতোই লাল বেনারসি, সোনায় গয়নায় সেজেছিলেন দেবলীনা। পাশে সাদা পাঞ্জাবিতে গৌরব। বিয়ের পর দিন সকালে সমস্ত রীতি মেনে স্ত্রীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন উত্তম কুমারের নাতি গৌরব।

গত ১৩ ডিসেম্বর ক‍্যালকাটা বোটিং ক্লাবে বসেছিল দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান। এদিন ক্রিম রঙের শেরওয়ানিতে সেজেছিলেন গৌরব। দেবলীনা পরেছিলেন হালকা সবুজ ও গোলাপি রঙের লেহেঙ্গা। জনপ্রিয় হিন্দি গানের তালে চুটিয়ে নেচে স্টেজ মাতান নব বিবাহিত জুটি।

তারপর ১৫ ডিসেম্বর ছিল গৌরব চ‍্যাটার্জি ও দেবলীনা কুমারের গ্র‍্যান্ড রিসেপশন। খ্রিস্টান বিয়ের কনের ঢঙে সাদা গাউনে সেজেছিলেন দেবলীনা, পাশে টাক্সেডোতে গৌরব। দুজনে একসঙ্গে কেকও কাটেন। পিসি চন্দ্র গার্ডেনে এদিন বসেছিল দেবলীনা গৌরবের রিসেপশন।

Niranjana Nag

সম্পর্কিত খবর