বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে বিয়ের আট মাস কেটে গেল গৌরব চট্টোপাধ্যায় (gourab chatterjee) ও দেবলীনা কুমারের (devlina kumar)। গত বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। এতদিনে টুকটাক ঘোরা হলেও শুটিংয়ের চাপে সেই অর্থে হানিমুন হয়ে উঠছিল না। আপাতত দুজনেরই শুটিংয়ে কিছুদিনের বিরতি রয়েছে। সুযোগটা হারাতে চাননি দেবলীনা গৌরব। টুক করে বেরিয়ে পড়েছেন মধুচন্দ্রিমা করতে।
কিন্তু গেলেন কোথায়? দেশের মধ্যেই নাকি বাইরে? উত্তর দেবলীনা নিজেই দিয়েছেন। গোয়ায় ঘুরতে গিয়েছেন তাঁরা। দেবলীনার কথায় বিয়ের আট মাস পর ‘হাফ ইয়ারলি হানিমুন’। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সমূদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে কালো ক্রপ টপ ও সাদা প্যান্ট পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এছাড়াও গোয়ার সমুদ্রকে পাশে রেখে গৌরবের সঙ্গে হাঁটার ভিডিও শেয়ার করেছেন তিনি।
এই মুহূর্তে ডান্স বাংলা ডান্সে প্রতিযোগীদের ‘গুরু’র আসনে দেখা যাচ্ছে দেবলীনাকে। তবে মাঝে বেশ কিছুদিন শোতে দেখা মেলেনি তাঁর। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের পর প্রশ্ন করে কার্যত নাজেহাল করে দিয়েছিলেন দেবলীনাকে। তবে অতি সম্প্রতি ফের মঞ্চে ফিরেছেন তিনি। সুখবর জানিয়েছেন নিজের সোশ্যাল অনুরাগীদের। শোতে দেবলীনাকে ফিরে পেয়ে খুশি দর্শকরাও।
অপরদিকে গৌরব অভিনয় করছেন ‘করুণাময়ী রাণী রাসমণি’তে। এছাড়াও রাজর্ষি দে এর ছবি ‘মায়া’তেও দেখা যাবে তাঁকে। ছবিতে রয়েছেন স্ত্রী দেবলীনাও। এই প্রথম দুজনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। চলছে ছবির শুটিং। তবে এখনো মুক্তির তারিখ জানানো হয়নি।
https://www.instagram.com/p/CSV0_uvtWP7/?utm_medium=copy_link
উল্লেখ্য, টেলিভিশনের আরেক জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহাও গোয়া পাড়ি দিয়েছেন ছুটি কাটাতে। স্বামী স্ত্রী দুজনেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। ট্যুর শুরু হওয়ার মুহূর্ত থেকে এখনো পর্যন্ত খুঁটিনাটি সমস্ত কিছু তাঁরা শেয়ার করে চলেছেন অনুরাগীদের সঙ্গে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে