উত্তম কুমারের পরিবারে বিরাট সুখবর, বাবা হলেন নাতি গৌরব চট্টোপাধ্যায়! কেমন আছেন দেবলীনা?

   

বাংলাহান্ট ডেস্ক: গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) দু দুটো পরিচয়। এক তো তিনি নিজে একজন জনপ্রিয় অভিনেতা। উপরন্তু তাঁর ব্যাকগ্রাউন্ডও অভিনয়ের। মহানায়ক উত্তম কুমারের নাতি তিনি। আবার তাঁর বিয়ে হয়েছে রাজনৈতিক পরিবারে। বিধায়ক দেবাশিস কুমারের একমাত্র কন্যা দেবলীনা কুমারের (Devlina Kumar) সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। দেবলীনা অবশ্য বাবার মতো রাজনীতি নয়, বরং বিনোদন জগতেই নিজের কেরিয়ার গড়েছেন।

বন তিন আগে সাত পাকে বাঁধা পড়েন গৌরব দেবলীনা। এটা অভিনেতার দ্বিতীয় বিয়ে। এতদিন পর অবশেষে পিতৃত্বের সুখ পেলেন তিনি। বাবা হয়েছেন গৌরব। একথা ফাঁস করেছেন ইন্ডাস্ট্রিরই আরেক অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। দেবলীনা কেমন আছেন সে কথাও জিজ্ঞাসা করেছেন তিনি।

gourab

দেবলীনা গৌরব দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। অথচ সন্তান জন্মের ব্যাপারে কোনো ঘোষণাই তাঁরা করেননি। এমনকি দেবলীনাকে দেখেও মনে হয়নি যে তিনি সন্তানসম্ভবা। তাহলে হঠাৎ বাবা হওয়া নিয়ে গৌরবকে শুভেচ্ছা জানালেন কেন সায়ন্তনী?

আসলে সবকিছুর সূত্রপাত গৌরবেরই একটি পোস্ট থেকে। তবে সেটি বাস্তব জীবন নিয়ে করেননি তিনি। অনস্ক্রিন ছেলেকে সঙ্গে নিয়ে একটি মজার পোস্ট করেছিলেন বাবা ঋদ্ধি। মজা করেই তাই সায়ন্তনী কমেন্ট করেন, ‘গৌরব এত তাড়াতাড়ি বাবা হয়ে গেলে! দেবলীনা ঠিক আছিস তো ভাই?’

কিন্তু মজার এই কমেন্টেও শুরু হয়ে গিয়েছে বিবাদ। একজন কটাক্ষ করেছেন, সায়ন্তনী নাকি রিল আর রিয়েল গুলিয়ে ফেলেছেন। পালটা অভিনেত্রী বলেন, গৌরবের একমাত্র স্ত্রী হিসেবে তিনি একজনকেই চেনেন। আর দেবলীনা তাঁর বন্ধু। তাই এমন মজা তিনি করেছেন। তবে সায়ন্তনীর কমেন্টের উত্তরে বিবাদ থামেনি সহজে।

gourab

প্রসঙ্গত, ২০২০ তে বিবাহবন্ধনে আবদ্ধ হন গৌরব দেবলীনা। উত্তম কুমারের নাতবউ এর পরিচয় পেয়েছেন তিনি। গৌরবের অবশ্য আগে একবার বিয়ে হয়েছিল। কিন্তু তা ভেঙে যায়। এরপর নিজের বোনদের সূত্রে দেবলীনার সঙ্গে পরিচয় হয় গৌরবের। চুটিয়ে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর