স্ত্রী বাড়িতে না থাকলে ইনিই হন গৌরবের ‘বাথটব সঙ্গী’! কীর্তি প্রকাশ‍্যে আসতেই রেগে লাল দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: বছর কয়েক চুটিয়ে প্রেম করার পর গত বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব চ‍্যাটার্জি (gourab chatterjee) ও দেবলীনা কুমার (devlina kumar)। বেশ কিছুদিন চর্চায় ছিল দুই তারকার বিয়ে। সবে সবে বিবাহিত জীবনের পাঁচ মাস পূর্ণ করেছেন তাঁরা। এর মধ‍্যেই দাম্পত‍্য সম্পর্কের এক ব‍্যক্তিগত বিষয় ফাঁস করে ফেললেন গৌরব।

রবিবার, ছুটির দিনে সক্কাল সক্কাল সোশ‍্যাল মিডিয়ায় এক বোমা ফেলেছেন অভিনেতা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে নিজের বাথরুমের একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে ঝাঁ চকচকে বাথটবে রাখা তাঁর সাইকেল। ছবির সঙ্গে সঙ্গে ক‍্যাপশনটিও বেশ চমকপ্রদ। গৌরব লিখেছেন, ‘যখন আমার স্ত্রী তাঁর বাপের বাড়িতে থাকে’।

IMG 20210523 180208
এই সাইকেল নিয়েই প্রতিদিন সকালে কলকাতা চষে বেড়ান গৌরব। সঙ্গে থাকেন তাঁর স্ত্রী দেবলীনা, অভিনেতা অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়, প্রযোজক মহেন্দ্র সোনি সহ গোটা গ‍্যাং। এদিকে দেবলীনা বাড়িতে না থাকলেই সাধের সাইকেলকে নিয়ে এসে বাথটবে তোলেন গৌরব‌।

অভিনেতার কীর্তি দেখে হাসি থামছে না তাঁর ‘সাইক্লিং গ‍্যাং’এর। মহেন্দ্র সোনি মজা করে লিখেছেন, ‘বাথটবের সেরা ব‍্যবহার’। স্বামীর পোস্টটি চোখে পড়েছে দেবলীনারও। তবে তিনি কোনো কথা বলেননি। শুধু বিভিন্ন প্রতিক্রিয়ার কয়েকটি ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন গৌরবের কাণ্ড দেখে কী করবেন বুঝে উঠতে পারছেন না তিনি।

https://www.instagram.com/p/CPMoubNn94A/?utm_medium=copy_link

প্রসঙ্গত, দেবলীনা গৌরব দুজনেই যাকে বলে ‘ফিটনেস ফ্রিক’। জিমে ঘাম ঝড়ানোর পাশাপাশি সাইকেল নিয়েও শহরের রাস্তায় ঘুরে বেড়ান তাঁরা। গত বছর লকডাউনে জিম বন্ধ থাকায় গৌরবের সঙ্গে সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছিলেন দেবলীনা। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়েছেন। এতে নাকি প্রচুর মেদ ঝড়ে বলে জানিয়েছেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর