‘মিঠাই’য়ের জায়গা নিয়েই বিরাট ছক্কা ‘ফুলকি’র, TRP-র অবিশ্বাস্য পতন ‘গৌরী এলো’র! বড়সড় ঝটকা দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: নিত্যনতুন সিরিয়াল (Serial) আসায় বহু সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েছে। জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই এসেছে একাধিক বদল। তাই এ সপ্তাহের টিআরপি তালিকা দেখার জন্য অপেক্ষায় ছিলেন প্রায় সকলেই। তালিকা প্রকাশ্যে আসতেই যেন বাজ পড়ল দর্শক মহলে। অবিশ্বাস্য রকমের বদল এসেছে গোটা তালিকা জুড়ে। প্রথম পাঁচের সদস্য নেমে গিয়েছে তলানিতে। নীচের দিক থেকে সিরিয়াল উঠে এসেছে উপরে।

এ সপ্তাহে প্রথম মিঠাই কে ছাড়া প্রকাশ্যে এল টিআরপি তালিকা। মিঠাই শেষ হয়ে তার জায়গা নিয়েছে ‘ফুলকি’। তবে সন্ধ্যা ছটায় নয়, সাড়ে সাতটার স্লট থেকে সুপারহিট মেগা ‘গৌরী এলো’কে সরিয়ে সেই জায়গাটা দখল করে বসেছে ফুলকি। গৌরীকে পাঠানো হয়েছে ছটার স্লটে। আর তাতেই ঘটে গেল বিরাট অঘটন।

gouri elo

গত সপ্তাহেও ৭.১ পয়েন্ট নিয়ে দু নম্বর স্থানে ছিল গৌরী এলো। আর এ সপ্তাহে সম্পূর্ণ উলটো পরিস্থিতি। এক ধাক্কায় দ্বিতীয় স্থান থেকে তলানিতে গিয়ে ঠেকল এই সিরিয়াল। টিআরপি উঠেছে মাত্র ২.৮। অবস্থা দেখে হতবাক হয়ে গিয়েছেন দর্শকরা। স্লট বদলের জন্যই যে এই হাল হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবস্থা দেখে ক্ষোভে ফুঁসছে গৌরী এলোর অনুরাগীরা। চ্যানেল ইচ্ছা করে এটা করেছে বলেও উঠেছে অভিযোগ।

অন্যদিকে গৌরীকে সরিয়ে শুধু তার স্লট দখল করেনি ফুলকি, প্রথম বারেই উঠে এসেছে দু নম্বরেও। প্রথম স্থানে ৮.৬ নম্বর নিয়ে জায়গা করেছে অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানেই ৭.২ পয়েন্ট নিয়ে রয়েছে নবাগত ফুলকি। টিআরপি দেখে এখনো যেন বিশ্বাস করে উঠতে পারছে না দর্শকরা।

Trp serial

তিন নম্বরে রয়েছে জি এর জগদ্ধাত্রী। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। তারপরেই চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু এবং বাংলা মিডিয়াম। দুই সিরিয়ালের ঝুলিতে উঠেছে যথাক্রমে ৬.৫ এবং ৬.০ পয়েন্ট। নতুন শুরু হওয়া সন্ধ্যাতারা সিরিয়ালটি পেয়েছে ৫.০। স্লট বদলে কমেছে মেয়েবেলার নম্বরও। মাত্র ১.৩ নম্বর উঠেছে এই সিরিয়ালের ঝুলিতে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া- ৮.৬ (প্রথম)

ফুলকি- ৭.২ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৬.৯ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৬.৫ (চতুর্থ)

বাংলা মিডিয়াম- ৬.০ (পঞ্চম)

রাঙা বউ, হরগৌরী পাইস হোটেল- ৫.৯ (ষষ্ঠ)

পঞ্চমী- ৫.৬ (সপ্তম)

এক্কা দোক্কা- ৫.৩ (অষ্টম)

সন্ধ্যাতারা- ৫.০ (নবম)

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৭ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৯)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.১)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.০)

ইয়ে হ্যায় চাহাতে- চতুর্থ (১.৯)

তারক মেহতা কা উলটা চশমা- পঞ্চম (১.৮)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর