বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের বিচারে কোন সিরিয়াল যে কখন সেরা হয়ে ওঠে, আর কখন তলানিতে নেমে যায় তা বোঝা সত্যিই দুষ্কর। কয়েক সপ্তাহ আগেও বাংলা সেরার তকমা একচ্ছত্র ভাবে দখল করে রেখেছিল ‘গৌরী এলো’ (Gouri Elo)। গৌরীর কাছে শৈল মায়ের বার বার হার দেখে বেশ খুশিই হয়েছিলেন দর্শকরা। কিন্তু গৌরীকে দেবী বানিয়েই গণ্ডগোল করেন নির্মাতারা।
তারপর থেকে টিআরটি এক ধাক্কায় নেমে তো গিয়েছেই, উপরন্তু ট্রোলও পিছু ছাড়ছে না গৌরী ঈশানের। বিজ্ঞান ও অলৌকিকের দ্বন্দ্বে সিরিয়ালে এমন সম্ভব অসম্ভব সমস্ত বিষয় দেখানো হচ্ছে যার জেরে নেটপাড়ায় লাগাতার ট্রোলের শিকার হয়ে চলেছে গৌরী এলো। এবার সরাসরি দক্ষিণী ছবি থেকে টুকে দিল জি বাংলার এই মেগা!
বিতর্ক বেঁধেছে সিরিয়ালের সাম্প্রতিক একটি পর্ব নিয়ে। শৈল মায়ের ষড়যন্ত্র থেকে গৌরীকে উদ্ধার করে ঘোষাল বাড়ি থেকে দূরে পালিয়ে এসেছে ঈশান। শ্যামচকের জমিদারবাড়ির অভিশাপ কাটানোর দায়িত্ব নিয়েছে তারা। তাই করতে গিয়েই বিরাট বড় এক শিবলিঙ্গ বয়ে আনতে দেখা যায় ঈশানকে।
পর্বে দেখানো হয়েছে মাথার উপরে শিবলিঙ্গ নিয়ে জল থেকে উঠে আসছে ঈশান। তার পরনে সাদা ধুতি, গেঞ্জি আর কোমরে বাঁধা গামছা। দৃশ্যটা দেখেই থ দর্শকরা। এ যে হুবহু ‘বাহুবলী’র নকল! তফাৎ শুধু ওই ছবিতে প্রভাসকে ঘাড়ে করে শিবলিঙ্গ বয়ে আনতে দেখা গিয়েছিল। আর এখানে ঈশান মাথায় করে বয়ে আনছে। পেছনে ফুল ছেটাতে ছেটাতে আসছে স্ত্রী গৌরী।
এই পর্ব নিয়েই হাসি, ঠাট্টায় মেতেছে দর্শকরা। কেউ বলছেন, গরীবের বাহুবলী, আবার কেউ বলছেন, টিআরপি টানতে শেষমেষ বাংলা সিরিয়ালও দক্ষিণী ছবিকে নকল করছে! কয়েকজনের প্রশ্ন আবার, জলে ডুব দিয়ে উঠলেও ঈশানের জামা শুকনো হয় কীকরে?
কিছুদিন আগেই কুসংষ্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল গৌরী এলো সিরিয়ালের বিরুদ্ধে। এই ধরণের সিরিয়ালে সমাজে ভুল বার্তা যাচ্ছে বলে দাবি উঠেছিল। অবিলম্বে গৌরী এলো সিরিয়ালটি বন্ধ করার জন্যও সুর চড়িয়েছিলেন কয়েকজন।