আত্মনির্ভর ভারতঃ ফুটপাথ ব্যবসায়ীদের জন্য ৫০০০ কোটি ঋণ বরাদ্দ করল মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ গত মঙ্গলবার রাত ৮টায় আত্মনির্ভর ভারত আর্থিক প্যাকেজের কথা ঘোষনা করেছিলেন প্রধান মন্ত্রী  নরেন্দ্র মোদি ( Narendra modi) । আজ অর্থ মন্ত্রী নির্মলা সিতারমন ( niramala sitaraman) সেই প্যাকেজের দ্বিতীয় পর্ব ঘোষনা করেন। দ্বিতীয় পর্বে ফুটপাথ ব্যবসায়ীদের জন্য ৫০০০ কোটি টাকা ঋণ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।

The Minister of State for Commerce Industry Independent Charge Smt. Nirmala Sitharaman addressing a press conference in New Delhi on October 14 2016

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ দিন আনা মানুষ গুলি। এদের মধ্যেই পড়ে ফুটপাথ ব্যবসায়ীরা। শহরের ব্যস্ত ফুটপাথ গুলিতে নিজেদের পসরা সাজিয়ে বসেন তারা, বেশীরভাগই নিম্ন মধ্যবিত্ত । লকডাউনের কারনে দোকান বন্ধ হওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতি হয়েছে তাদের। এবার দেশের ৫০ লাখ ফুটপাথ ব্যবসায়ীদের জন্য ১০ হাজার টাকা করে লোনের ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও ডিজিটাল পেমেন্টেও উৎসাহী করা হবে বিক্রেতাদের।

এছাড়া সারাদেশের পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য এক দেশ এক রেশন কার্ড সুবিধা আনছে মোদি সরকার। অর্থমন্ত্রী এদিন জানান, “পিডিএসের ৮৩ শতাংশ জনসংখ্যার ২৩ টি রাজ্যে সাতষট্টি কোটি সুবিধাভোগী আগস্ট ২০২০ সালের মধ্যে জাতীয় বহনযোগ্যতার আওতায় আসবে”।

প্রসঙ্গত, মঙ্গলবার করোনা মোকাবিলায় ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করল নরেন্দ্র মোদি ।প্যাকেজে জমি, শ্রমিক, অর্থের যোগান ও আইন- সবকিছুর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্যও। যা কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহের আধার। এই প্যাকেজটি ভারতের GDP এর ১০%, এই প্যাকেজটি বিশেষ করে শ্রমিক এবং কৃষক ও মধ্যবিত্তদের জন্য।

 

সম্পর্কিত খবর