বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ শেষের পথে। এরপর ২০২৬। আর নতুন বছর মানেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) পোয়া বারো। আগামী বছরই আসছে অষ্টম পে কমিশন (8th Pay Commission)। ইতিমধ্যেই নতুন বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র (Central Government)। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে বলে বিবেচিত হচ্ছে। যদিও বাস্তবে, কর্মীদের বেতন বৃদ্ধির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে বলেই ধারণা।
সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন ২০১৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা ওই বছর জুন মাসে এটি অনুমোদন হয় এবং বকেয়া বেতন পরে পরিশোধ করা হয়। অষ্টম পে কমিশনের ক্ষেত্রেও তেমনটা ঘটবে বলে মনে করা হচ্ছে।
নয়া পে কমিশনের অপেক্ষায় বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে কবে থেকে তা বাস্তবায়ন হবে এ বিষয় স্পষ্ট হয়নি। সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানান, যে বেতন কমিশন বাস্তবায়নের তারিখ সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন বেতন কমিশন চালু হলে বেতন (Salary Hike) থেকে পেনশন, সবকিছুই একধাক্কায় বৃদ্ধি পাবে।
ষষ্ঠ বেতন কমিশনে গড়ে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সপ্তম বেতন কমিশনে তা বেড়েছিল প্রায় ২৩ থেকে ২৫ শতাংশ। অষ্টম বেতন কমিশনের প্রাথমিক অনুমান অনুসারে বেতন ২০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধির ধারণা করা হচ্ছে। যদি তাই হয়ে তাহলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৩০,০০০- ৩২,০০০ টাকা হতে পারে।
নয়া পে কমিশনে প্রায় ৬৫ লক্ষ থেকে ৭০ লক্ষ পেনশনভোগীও এই কমিশন থেকে উপকৃত হবেন। এতদিন প্রশ্ন উঠছিল অষ্টম পে কমিশনের আওতায় বেসিক পে ও ডিএ ডিআর মিলে যাবে কিনা। বেসিক বেতনের সঙ্গে মহার্ঘ্য ভাতা অর্থাৎ, ডিএ এবং ডিআর একত্রিত করা হবে কিনা। যদিও সরকার স্পষ্ট জানিয়েছে, আপাতত বেসিক বেতনের সঙ্গে ডিএ বা ডিআর যোগ করার কোনও প্রস্তাব নেই।
উল্লেখ্য ইতিমধ্যেই ডিএ ৫০ শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে। তবে নিয়ম মতো বেসিক পে ও ডিএ ডিআর মিলিয়ে দেওয়া হবে না। কর্মচারীরা আলাদাভাবে ডিএ পাবেন এবং অবসরপ্রাপ্তরা আলাদাভাবে ডিআর পাবেন। AICPI সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) গণনা করা হয়ে থাকে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে DA এবং DR বাড়ানো হয়। অষ্টম পে কমিশনেও তা থাকবে। উল্লেখ্য, বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। নতুন বছরে জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ ২% বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: শীতের ছুটিতে শান্তি খুঁজছেন? দার্জিলিংয়ের কাছে লুকিয়ে থাকা ছোট্ট স্বপ্নের গ্রাম রংবুলে পা রাখুন
অষ্টম পে কমিশনে নতুন ফর্মুলায় ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে রিভাইজড স্যালারি হবে বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর। এর আগে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে এখনও। অনুমান করা হচ্ছে, এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর থাকতে পারে ২.৪ থেকে ৩.০-এর মধ্যে।












