বাংলা হান্ট ডেস্কঃ কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর (Government Employees) মৃত্যু হলে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি ২০২১ অনুসারে মাসে মাসে পেনশন (Pension) দেওয়ার ব্যবস্থা রয়েছে। একে বলে পারিবারিক পেনশন (Family Pension)। এই পেনশনের জন্য কর্মরত অবস্থাতেই কর্মচারী তার পরিবারের সদস্যদের নাম দেন। তার মৃত্যুর পরও যাতে তার পরিবার আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই এই পারিবারিক পেনশন।
সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী, সন্তান, পিতা-মাতা বা অভিভাবক, প্রতিবন্ধী ভাই ও বোন এই পেনশন পেতে পারে। তবে মৃত সরকারি কর্মীর মেয়ে কি পারিবারিক পেনশন পেতে পারেন? সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি অনুসারে, অবিবাহিত, বিবাহিত এবং বিধবা কন্যারা পারিবারিক পেনশন পেতে পারেন।
জানিয়ে রাখি নিয়ম অনুযায়ী, কোনও পারিবারিক পেনশনের জন্য যোগ্য পরিবারের সদস্যদের তালিকা থেকে কখনই সরকারি কর্মচারীর কন্যার নাম বাদ দেওয়া যাবে না। তবে কন্যার বয়স ২৫ বছরের বেশি হলে তবেই মেয়ে পেনশন পাওয়ার জন্য। তবে বেশ কিছু নিয়মও মানতে হয় এক্ষেত্রে।
কন্যা সন্তানের বিয়ে না হওয়া, চাকরি না হওয়া পর্যন্ত ফ্যামিলি পেনশনের যোগ্য থাকেন। এবং মানসিক বা শারীরিক অক্ষমতা না হওয়া পর্যন্ত এই পেনশন তারা পেতে পারেন। আবার মেয়ে অবিবাহিত, ডিভোর্সি বা বিধবা হলেও তারা এই পেনশন পাওয়ার যোগ্য। যদি মেয়ে মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে তিনি সারা জীবনের জন্যও পেনশন পেতে পারেন। একইভাবে একজন বিধবা বা ডিভোর্সি কন্যাও সারাজীবন পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য।
সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। যেখানে পারিবারিক পেনশনের বিষয়ে নিয়ম (Government Employees Pension) স্পষ্ট করা হয়েছে সরকার তরফে। কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশন ওয়েলফেয়ার দফতরের তরফে জানানো হয়েছে পেনশন (Pension) থেকে কন্যাদের কোনোভাবেই বঞ্চিত করা যাবে না। সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের (পেনশন) নিয়ম অনুসারে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে অবিবাহিত, বিবাহিত বিধবা মেয়ে, সৎ মেয়ে বা দত্তক মেয়েরাও পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন।
নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগী (Family Pension Rules) কল্যাণের দফতর জানিয়েছে, পারিবারিক পেনশনের ক্ষেত্রে যোগ্যতার দিক বিচার না করেই সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের নিজেদের পরিবারের প্রত্যেক সদস্যের বিষয়ে তথ্য জমা দিতে হবে। কারও নাম বাদ রাখা যাবে না। মেয়েদের নামও অবশ্যই রাখতে হবে। পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীর মৃত্যু বলে নিয়মের ভিত্তিতে পারিবারিক পেনশনের যোগ্যতা নির্ধারণ করা হবে।