বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগেই কপাল খুলেছে সরকারি কর্মীদের। ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা একদফায় ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। এর আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। বর্তমানে তা ৫০ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ হাফ সেঞ্চুরি।
কেন্দ্র সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন যে ডিএ কার্যকর হয়েছে তা ইতিমধ্যেই লাগু হয়েছে । মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পাশাপাশি জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ-ও পেয়েছেন তারা। এ তো গেল ডিএ। ওদিকে মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র।
জানিয়ে রাখি, গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। যাতে সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র।
কোন কোন ভাতা বাড়ানো হয়েছে? সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে। বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স। সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে।
বাড়ানো হয়েছে নাইট ডিউটি ভাতাও। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা। সরকারি কর্মীর সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে। তবে তা কেবলমাত্র দুই সন্তানের জন্য। এই হোস্টেল সাবসিডি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: যৌন হেনস্থার ‘মিথ্যে’ অভিযোগ! বিপাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কড়া ‘শাস্তি’র সুপারিশ!
তবে এত ভালো খবরের মাঝে খারাপ খবরও রয়েছে। গত ৩০ এপ্রিল নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারি কর্মীদের জন্য। এতদিন পর্যন্ত গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা ছিল ২০ লক্ষ। তবে বিজ্ঞপ্তি অনুসারে তা বৃদ্ধি করে ২৫ লক্ষ অর্থাৎ গ্র্যাজুইটির (Gratuity) সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা বাড়ানো হয়। সরকারের তরফেই এই গ্র্যাচুইটির সীমা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই নির্দেশে স্থগিতদেশ দেওয়া হয়েছে।
গত ৭ মে এই বিষয়ে ইপিএফও-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি জানানো, আপাতত গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা কমিয়ে এর আগের জায়গায় আনার ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।