বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে (West Bengal) প্রাপ্য DA (Dearness Allowance)-র দাবিতে বিগত বেশ কয়েক মাস ধরেই সরব হয়েছেন সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, রাস্তায় নেমে আন্দোলনও প্রদর্শন করছেন তাঁরা। এদিকে, সম্প্রতি রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। যদিও, এই পরিমাণ DA-তে সন্তুষ্ট হননি কর্মচারীরা। বরং, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে এক মাসের মধ্যে কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট এবং মিছিলের ডাক দেওয়া হল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে।
এমতাবস্থায় জানা গিয়েছে যে, চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই একদিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এছাড়াও, আগামী মাসে দু’দিন ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এদিকে, গত বৃহস্পতিবার রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যা কার্যকর হবে চলতি বছরের মে মাস থেকে। এমতাবস্থায়, রাজ্য সরকারি কর্মচারীদের DA-র পরিমাণ হবে ১৪ শতাংশ।
যদিও, প্রথম থেকেই কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মচারীরা। এমন পরিস্থিতিতে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে যে, আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সমগ্ৰ রাজ্যজুড়েই সমস্ত সরকারি অফিসে একদিনের কর্মবিরতি পালন করা হবে। অর্থাৎ, ওই নির্দিষ্ট দিনে কোনো সরকারি দফতরেই কাজ করবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। এদিকে, ওইদিন উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে। যেখানে নির্ধারিত সূচি অনুযায়ী, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্সের মতো বিষয়ের পরীক্ষা রয়েছে।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট “রদ” করল শরিয়া আইন, রেগে আগুন কট্টরপন্থীরা, চলল বিক্ষোভ
এদিকে, আগামী মাসের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীরা ফের রাস্তায় নামবেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে যে, আগামী ৩ মার্চ (রবিবার) মহামিছিল এবং মহাসমাবেশ হবে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনারে মিছিল আসবে। তারপর জনসভা করা হবে শহিদ মিনার চত্বরে। তবে, ওই জনসভায় কারা কারা আসবেন সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: বড় সাফল্য বিজ্ঞানীদের! ৭০ কোটি বছর আগে কেন বরফে ঢেকেছিল পৃথিবী? অবশেষে সামনে এল উত্তর
যদিও, অতীতে সংগ্রামী যৌথ মঞ্চের সভায় একাধিক নেতাকে যোগ দিতে দেখা গিয়েছিল। তারপরে মার্চে দু’দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে পাওয়া তথ্য অনুযায়ী আগামী ৬ মার্চ এবং ৭ মার্চ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে যে, ওই দু’দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস সহ স্কুল-কলেজেও ধর্মঘট পালন করা হবে।