সোনায় সোহাগা! DA না বাড়লেও ফের রাজ্যে নয়া ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল সরকার

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Workers) । এরই মাঝে এক নয়া ছুটির দিন যুক্ত হয়েছে হলিডে লিস্টে (Holiday List)। বলতে গেলে নববর্ষের পরই নয়া উপহার। ভালো খবর আসছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। জানিয়ে রাখি আগেই রাম নবমী (Ramnavami) উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার ছুটি নিয়ে বিজ্ঞপ্তি দিল মধ্য শিক্ষা পর্ষদ।

আগামী ১৭ এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে নোটিশ দেওয়া হল। আগেই অর্থ দফতর এই ছুটির বিষয়ে নোটিশ দিয়েছিল। গত মার্চ মাসের ৯ তারিখ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নবান্নের (Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। জানিয়ে রাখি, এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য। রাজ্যের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন বলা যেতে পারে।

বিগত কয়েক বছর ধরে রাজ্যজুড়ে ঘটা করে রামনবমী পালন করা হয়। তবে এই দিন কোনো সরকারি ছুটি দেওয়া হত না। তবে এবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে, আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান গুলিতে ছুটি থাকবে।

আগামী ১৭ এপ্রিল, বুধবার রাম নবমীর দিন রাজ্য সরকারের সব অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এমনই নির্দেশিকা সামনে এল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় বিজ্ঞপ্তি নং 6112-F(P2) তারিখ 09/11/2023 এর ধারাবাহিকতায়, গভর্নর 17 এপ্রিল, 2024 (বুধবার) “রাম নবমী” উপলক্ষে সরকারী ছুটির দিন ঘোষণা করা হচ্ছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, 1881 এর ধারা 25 এর অধীনে রাজ্যে রামনবমীর ছুটি দেওয়া হয়েছে।

mamata nabanna 2

আরও পড়ুন: ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে এই ৪ জেলায়: আবহাওয়ার খবর

গোটা বছর জুড়ে বিভিন্ন উৎসবে রাজ্য সরকারি কর্মীদের ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার। এবার সেই তালিকায় যোগ হল রামনবমী। ওদিকে আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে ভোটমুখী রাজ্যে রামনবমীতে ছুটি ঘোষণা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর