বাংলা হান্ট ডেস্কঃ শনি, রবিবার বাদেও প্রত্যেক মাসেই বেশ কিছু ছুটি থাকে। মে মাসেও রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে একাধিক ছুটি। মাসের প্রথমটাই শুরু ছুটি দিয়ে। এরপরও বাকি গোটা মাস জুড়েই রয়েছে একাধিক ছুটি (Government Holiday)। এই মাসেই টানা ৪ দিন করে দু’বার ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য। ঝটপট জেনে বানিয়ে নিন হলিডে প্ল্যান।
কবে কবে ছুটি মিলবে? Government Holiday
মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে (বৃহস্পতিবার) প্রথম ছুটির দিন। শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি কর্মদফতর বন্ধ থাকবে এদিন। এরপর শনি রবি ছুটির দিন। মাঝের শনিবার ছুটি নিয়ে নিলেই কেল্লাফতে। একটানা ৪ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মীরা। তবে এখানে উল্লেখ্য, সব দফতরে শনিবার ছুটি থাকে না।
আরও পড়ুন: ফের ঝেঁপে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে? কোন জেলায় কতদিন চলবে? আবহাওয়ার খবর
শ্রমিক দিবসের পর আবার আগামী ৯ মে, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছুটি থাকছে। তার পরের দিন শনি এবং রবিবার অর্থাৎ ১০ ও ১১ তারিখ ছুটির দিন। আবার ১২ মে, সোমবার বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি থাকছে। অর্থাৎ এক্ষেত্রেও একটানা ৪ দিন ছুটির সুযোগ থাকবে। এছাড়াও মে মাসে শনি ও রবিবার মিলিয়ে মোট ১০টি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk
জেনে রাখুন: ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। বাকি ২০২৫ সালে মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।
এ বছরের পুজোর ছুটি…
২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের।