বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র গোনা কিছুদিন। তারপরই শুরু নতুন বছর। আর নতুন বছর মানেই ফের ছুটি (Government Holiday) মিলবে। আর সবথেকে বড় সুখবর হল জানুয়ারি মাসে দু’দফা মিলিয়ে মোট ১০ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে।
জানুয়ারি মাসে সরকারি কর্মীদের জন্য বেশ অনেকগুলো ছুটি রয়েছে। বছরের প্রথমে এত গুলো ছুটি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। আগামী মাসে কবে কবে হলিডে? তালিকা দেখে নিন।
জানুয়ারি মাসের ছুটির তালিকা | Government Holiday
জানুয়ারিতে থাকবে একাধিক ছুটি। শনিবার ও রবিবার বেশ কয়েকদিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। এই মাসেই নিউ ইয়ার। আবার ১০ জানুয়ারি শনিবার, ১১ জানুয়ারি রবিবার এবং ১২ জানুয়ারি সোমবার জাতীয় যুবদিবস উপলক্ষে ছুটি মিলবে। অর্থাৎ টানা তিন দিন ছুটি। আবার ১৪ জানুয়ারি বুধবার মকর সংক্রান্তির ছুটি। ফলে মাঝে মঙ্গলবার কোনও ভাবে ছুটি নিলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের একটানা ছুটি পেয়ে যাবেন।
এখানেই শেষ নয়, জানুয়ারি মাসের শেষেও রয়েছে লম্বা ছুটি। ২৩ জানুয়ারি শুক্রবার নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি থাকছে রাজ্যে। এরপর ২৪ জানুয়ারি শনিবার, ২৫ জানুয়ারি রবিবার পড়েছে। আর তারপরই ২৬ জানুয়ারি সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটি মিলবে। অর্থাৎ এক্ষেত্রেও টানা ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। দুবার মিলিয়ে জানুয়ারিতে দু’দফায় মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: ৬ রাজ্যে সময় বাড়িয়ে দিল কমিশন, কিন্তু বাংলায় নয়! SIR-এর খসড়া তালিকা প্রকাশে তোলপাড় রাজনীতি
আগামী বছরের দুর্গাপুজোর ছুটি
জানিয়ে রাখি আগামী বছর দুর্গাপুজোর ছুটি মিলবে চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত (১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর)। অর্থাৎ টানা ১২ দিন। আর কালীপুজো (অতিরিক্ত ছুটি) মিলবে ৯ নভেম্বর (সোমবার) এবং ১০ নভেম্বর (মঙ্গলবার)। ভাইফোঁটা – ১১ নভেম্বরও ছুটি থাকবে। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ১২ নভেম্বর (বৃহস্পতিবার) মিলবে ছুটি। ছটপুজোর অতিরিক্ত ছুটি মিলবে ১৬ নভেম্বর।












