বাংলাহান্ট ডেস্ক : ভি (Vodafone Idea) মোবাইল পরিষেবা সংস্থাকে নিজেদের হাতে আনতে মরিয়া কেন্দ্রীয় সরকার। বেশ কিছু বছর ধরে Vi-র উপর বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে। এবার সেই বোঝা লাঘব করতে অর্থমন্ত্রক বকেয়া ঋণের পরিমাণ ইকুইটিতে পরিণত করার জন্য ছাড়পত্র দিল। এই খসড়ার ছাড়পত্রে টেলিকম দপ্তর সবুজ সংকেত দিলেই ভি এর অধিকাংশ নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যাবে।
কয়েক বছর ধরে ঋণের বোঝায় কাঁধ ঝুঁকে গেছে ভোডাফোন আইডিয়ার। কেন্দ্রীয় সরকারের ভোডাফোন আইডিয়ার কাছে অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ বা AGR বাবদ প্রাপ্য প্রায় ১৬ হাজার কোটি টাকা। কিছু মাস আগেও এই ঋণের পরিমাণ ছিল আরো বেশি। যদিও প্রায় ৭ হাজার ৮৫৪ কোটি টাকা গত কয়েকমাস ধরে মিটিয়েছে ভি। কিন্তু প্রায় ১৬ হাজার কোটি টাকার এজিয়ার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারকে মেটানো ভি এর পক্ষে প্রায় অসম্ভব।
সংস্থার এই “হাঁড়ির হাল” দেখে টেলিকম দপ্তর বকেয়া ঋণের পরিমাণকে ইকুইটিতে পরিণত করার প্রস্তাব দেয়। নিজেদের অবস্থা বুঝে টেলকম দপ্তরের সেই প্রস্তাব গ্রহণ করতে রাজি হয়ে যায় ভি। খসড়া অনুযায়ী আগামী দিনে ভোডাফোন আইডিয়ার সিংহভাগ মালিকানা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। ভোডাফোন আইডিয়ার ৩৩ শতাংশ শেয়ার থাকতে চলেছে কেন্দ্রের কাছে। ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোনের হাতে থাকবে ২৮.৫% শেয়ার। ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে ভি এর অন্যতম পার্টনার আইডিয়া সেলুলারের হাতে । বিশেষজ্ঞদের মত, ভোডাফোন আইডিয়ার এই দুর্দিনে যদি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে তাহলে সাময়িকভাবে মালিকানার ক্ষতি হলেও সংস্থা “ঝাঁপ বন্ধ” হওয়া থেকে অন্তত বেঁচে যাবে।
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রকে তরফ থেকে এই খসড়া পত্রে অনুমোদন দেওয়া হয়। কিছুদিন আগে ভারতীয় টেলিকম সংস্থাগুলির হাল ফেরাতে সরকার কিছু রিলিফ প্যাকেজ ঘোষণা করে। জানা যাচ্ছে সেই রিলিফ প্যাকেজের অংশ হিসেবেই ভোডাফোন আইডিআর ৩৩% শেয়ার ইকুইটিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এইসব শুনে গ্রাহকদের মনে এখন প্রশ্ন একটাই, কেন্দ্রীয় সরকার ভোডাফোন আইডিয়াকে গ্রহণ করলে তার অবস্থার উন্নতি হবে নাকি বিএসএনএলের মত অথৈ জলে তলিয়ে যাবে!