বাংলা ভাষা না জানলে সরকারি চাকরি নয়, মালদহ থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ চাকরি ক্ষেত্রে ছেলে মেয়েদের জানতে হবে আঞ্চলিক ভাষা- এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। চাকরি ক্ষেত্রে স্থানীয় ছেলে মেয়েদেরই প্রাধান্য দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ পশ্চিমবঙ্গে পরীক্ষার ক্ষেত্রে বাংলায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শুধু বাংলার ক্ষেত্রেই নয়, মুখ্যমন্ত্রীর কথায় ‘সব রাজ্যের ক্ষেত্রেই একই বিষয় হওয়া উচিৎ। অনেক সময় দেখা যায় বেশি নম্বর পেলেও, তাঁরা বাংলাটা ভালো ভাবে জানেন না। যদি এসডিও, বিডিও ঠিক মত বাংলা ভাষাটাই না জানবেন, তাহলে কাজটা হবে কি করে?’ এবিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে সবকিছু খতিয়ে দেখার দায়িত্বও দিলেন মুখ্যমন্ত্রী।

mamata 3 1 1

বর্তমানে উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানে বুধবার মালদহের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এমনটাই বলে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘সব রাজ্যের জন্যই একই কথা বলছি। বাংলার হলে রাজবংশী, কামতাপুরি, বা হিন্দি হতেই পারেন, কিন্তু আপনাকে বাংলা ভাষাটা জানতেই হবে। বাংলার মত বিহারের মানুষেরা বিহারের এবং উত্তরপ্রদেশের লোকেরা উত্তরপ্রদেশে একই ব্যবস্থা করবেন। আর না পেলে সরকারকে ধরবেন’।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্য সার্ভিসের ক্ষেত্রে অন্য রাজ্য থেকে এসে অনেকেই ভালো নম্বর পেয়ে চাকরি পেয়ে যান। কিন্তু দেখা যায় বাংলার ছেলে মেয়েদের নম্বর কম থাকায়, তাঁরা চাকরি পাচ্ছেন না। আবার দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে এসে যারা চাকরি পাচ্ছেন, তাঁরা বাংলার মানুষের সঙ্গে ঠিক মত কথা বলতে পারছেন না, বাংলা ভাষা নিয়ে সমস্যা হচ্ছে। মানুষের সমস্যা সমাধানে তাঁদের সমস্যা হচ্ছে। তাই সেক্ষেত্রে বাংলাটা তাঁকে জানতেই হবে। নাহলে তিনি কাজ করতে পারবেন না’।


Smita Hari

সম্পর্কিত খবর