বাংলা হান্ট ডেস্ক : এবার দরিদ্রসীমার নিচে বসবাসকারী ৯৪ লক্ষ পরিবারকে ২ লক্ষ করে আর্থিক সাহায্য করা হবে। গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)। রাজ্যের একাধিক দফতরের জন্য নানা ধরণের প্রস্তাব নিয়ে এসেছে মন্ত্রিসভা। মোট ১৮টি প্রস্তাবের মধ্যে এটি ছিল অন্যতম। যার আওতায় রাজ্যের ৯৪ লক্ষ পরিবারের কমপক্ষে একজন সদস্যকে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে।
প্রথমেই জানাই, এই প্রকল্পটি চালু করেছে বিহার সরকার (Government Of Bihar)। যোজনার নাম ‘বিহার লঘু উদ্যোগী যোজনা’। সম্প্রতি বিহার সরকার জানিয়েছে, মঙ্গলবার বিহারের মন্ত্রিসভা ‘বিহার লঘু উদ্যোগী যোজনা’-য় অনুমোদন দিয়েছে। বিহার রাজ্য সরকারের আধিকারিকরা জানিয়েছেন, ঐ রাজ্যের প্রায় ৯৩ লক্ষ ৩৩ হাজার ৩১২ গরিব পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য সাহায্য দেবে বিহার সরকার।
কিছুদিন আগেই বিহারের যে জাতিভিত্তিক সমীক্ষা হয়েছিল সেখানে প্রায় ২,৭৬,২৮,৯৯৫ পরিবারকে দরিদ্র বলে চিহ্নিত করেছিল বিহার সরকার। সরকারি নথি অনুযায়ী, এই সমস্ত পরিবারের মাসিক আয় প্রায় ৬,০০০ টাকারও কম। যারমধ্যে ৯৪ লক্ষ ৩৩ হাজার পরিবারকে আর্থিক সাহায্য করা হবে।
আরও পড়ুন : ১০২ কোটি বরাদ্দ, ১১ লক্ষ অ্যাকাউন্টে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! আপডেট করুন পাসবই
এইদিন মন্ত্রীসভার অতিরিক্ত সচিব এস সিদ্ধার্থ জানিয়েছেন, ‘ছোটখাটো কারখানা বা প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তুলে তা চালানোর জন্য তিনটি দফায় গরিব পরিবারের কমপক্ষে একজন সদস্যকে দু’লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। সেই প্রকল্পের ফলে জেনারেল ক্যাটেগরিভুক্ত ১০.৮৬ লাখ পরিবার, অনগ্রসর শ্রেণির ২৪.৭৮ লাখ পরিবার, অত্যধিক অনগ্রসর শ্রেণির ৩৩.১৯ লাখ পরিবার, তফসিলি জাতিভুক্ত ২৩.৪৯ লাখ পরিবার এবং তফসিলি জনজাতিভুক্ত ২.০১ লাখ পরিবার লাভবান হবে।’
আরও পড়ুন : কপাল খুলল ‘অনুরাগের ছোঁয়া’র! এক ধাক্কায় নম্বর কমল ‘নিম ফুলের মধু’র, TRP তালিকায় বড় চমক
সেই সাথে অতিরিক্ত সচিব আরও জানিয়েছেন, বিহারের বাজেট বরাদ্দের উপর ভিত্তি করে লটারি করা হবে। গোটা বিষয়টাই হবে কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে। এভাবেই বেছে নেওয়া হবে ওই ৯৪ লক্ষ পরিবারকে। রাজনৈতিক কারবারিদের মতে, লোকসভা নির্বাচনের আগে নেওয়া এই সিদ্ধান্ত বেশ ভালো প্রভাব ফেলবে বিহারের ভোট ব্যাঙ্কে।