WBCS থেকে সোজা IAS অফিসার! কপাল খুলল এই ১০ জনের! জারি নয়া বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্যে উত্তাল পরিস্থিতি। মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় দিকে দিকে চলছে প্রতিবাদ। লাগাতার আন্দোলনে সরকারেরও চাপ বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই আবহে এবার রাজ্যের ১০ জন WBCS অফিসারকে IAS পদমর্যাদায় উত্তীর্ণ করার কথা ঘোষণা করা হল। মঙ্গলবার রাজ্যের (Government of West Bengal) কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

  • পুজোর আগেই সুখবর পেলেন ১০ অফিসার (Government of West Bengal)!

ডাব্লুবিসিএস অফিসারকে (WBCS Officer) আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ করার বিষয়টি নতুন নয়। বহুদিন ধরেই এই রীতি চলে আসছে। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে চলতে হয়। সম্প্রতি সেসব মেনেই রাজ্যের ১০ জন ডাব্লুবিসিএস অফিসারকে আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ করা হল।

  • কোন কোন অফিসার সুখবর পেলেন?

সম্প্রতি রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ১০ জন ডাব্লুবিসিএস অফিসারের আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়েছে। শ্রীকৃষ্ণকাণ্ড সিংহ, জীতেন্দ্র রায়, অমিতাভ সেনগুপ্ত, অনিন্দ্য কুমার কর, অনিন্দ্য সেনগুপ্ত, অমিত দত্ত, পর্ণা চন্দ, সৌম্যজিৎ দাস, মিউটিনি বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর মণ্ডল- এই ১০ অফিসার এবার থেকে আইএএস পদমর্যাদার অফিসার হিসেবে গণ্য হবেন।

আরও পড়ুনঃ ’১৮ সেপ্টেম্বর…’! বিনীত গোয়েলের অপসারণ চেয়ে হাইকোর্টে মামলা, বিরাট নির্দেশ আদালতের

উল্লেখ্য, ডাব্লুবিসিএস অফিসার থেকে আইএএস পদমর্যাদায় (IAS Officer) উত্তীর্ণ হতে গেলে কোনও অফিসারকে অন্তত ৮ বছর কর্মজীবনে থাকতে হয়। এরপরেই এই সুযোগ আসে। যদিও জানা যাচ্ছে, ৮ বছরের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ২০ বছর না হলে এমন সুযোগ আসে না। সেই সঙ্গেই বয়সেরও একটি ব্যাপার রয়েছে। আগে বয়সের ঊর্ধ্বসীমা ৫৪ বছর ছিল, তবে এখন তা ৫৬ বছর করা হয়েছে।

Nabanna Government of West Bengal

এই সকল শর্ত পূরণ করলেই অবশ্য হবে না। ডাব্লুবিসিএস অফিসার থেকে আইএএস অফিসার হতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতিও প্রয়োজন হয়। কেন্দ্রের তরফ থেকে অনুমতি এলেই ডাব্লুবিসিএস থেকে আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ হওয়া যায়। সম্প্রতি কেন্দ্র অনুমতি দেওয়ার পরেই রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে ১০ জন অফিসারকে আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ করা হল।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর