আজই ১০০ শতাংশই DA মেটানোর নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? বিকাশরঞ্জন, শামিমদের বড় দাবি

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলার (Dearness Allowance) শুনানি। ডিএ মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। গতকালই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ‘প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে।’ এরই মধ্যে বড় কথা বলে দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আজই মিলবে ১০০ শতাংশই DA? Dearness Allowance

জোর গলায় বিকাশরঞ্জন বলেন, “আদালতের কাজ আইন বাতলে দেওয়া। আদালত তো আর কোয়ান্টিফাই করতে পারবে না। কোয়ান্টিফাই কে করবেন না করবেন, সেটা আদালতের বিষয় নয়। আসলে ওরা (রাজ্য) মামলার শুনানি করতে চাইছিলেন না।” বড় দাবি করে বিকাশরঞ্জন বলেন, “যদি আমরা জিতি, ১০০ শতাংশই দিতে হবে।”

এদিকে ডিএ মামলার মূল মামলাকারী কনফেডারেশনের তরফে মলয় মুখোপাধ্যায় এবং ফিরদৌস শামিমের গলাতেও একই আশার কথা জানা গেল। তারা বলেন, “রাজ‍্য টাকার হিসেব নেই বলছে, কারণ রাজ‍্য দেরি করতে চাইছে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, মঙ্গলবার পুরো মামলার শুনানি হবে। সরকারি কর্মীরা আশাবাদী যে আগামীকাল ১০০% ডিএ মেটানোর নির্দেশ দেবে কোর্ট।”

dearness allowance(4)

আরও পড়ুন: মহিলাদের জিজ্ঞাসা করেন, ‘তোর স্বামী কোথায়’, IC-র বিরুদ্ধে অভিযোগ! কেষ্টর পর বিষ্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লা

গত ১৬ মে অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে। ছ’সপ্তাহের মধ্যে তা মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। তবে রাজ্য আরও ৬ মাস সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে। গতকাল আগামী সোমবার এই মামলার শুনানি করার জন্য রাজ্যের তরফে আবেদনে বলা হয়। তবে রাজ্যের সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় মঙ্গলবারই ডিএ মামলার শুনানি।