নয়া মোড়! বকেয়া DA মামলার শুনানির আগেই সামনে বড় আপডেট, খুশি সরকারি কর্মীরা

Published on:

Published on:

dearness allowance 2(3)

বাংলা হান্ট ডেস্কঃ অগস্ট মাস শুরু। সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে নজর সরকারি কর্মীদের। শীর্ষ আদালত বকেয়া ডিএ-র (Dearness Allowance) ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার। এই অবস্থায় বকেয়া মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি ৪ অগস্টের দিকে তাকিয়ে সকল সরকারি কর্মচারীরা। এরই মধ্যে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল।

বকেয়া ডিএ মামলায় নয়া মোড়? | Dearness Allowance

কেন্দ্রীয় সরকারি হারে ডিএ, বকেয়া ডিএ-র দাবিতে বহুদিন ধরে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে আগামী ৪ অগস্ট সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করতে চলেছেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল, শ্রী গোপাল সুব্রহ্মণ্যম। দাপুটে আইনজীবীর উপস্থিতি তাঁদের জয়ের আশা আরও বেড়েছে বলেই জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, তাঁরা রাজ্যের বঞ্চিত সরকারি কর্মীদের অধিকার আদায়ের জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাস্কর বাবু বলেন, “আমাদের প্রয়াসের ফলেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে।” তবে তিনি এও বলেন, পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে না পারায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে পুরোপুরি মান্যতা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার।

উল্লেখ্য, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের ৪ঠা আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। তালিকাটি থেকে জানা গিয়েছে ৫০০ এর বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি ৬৯ নম্বরে রয়েছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ৪ঠা আগস্ট দুপুর ১২টার মধ্যে এই মামলার শুনানি জন্য উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

dearness allowance(6)

আরও পড়ুন: পুজোর মধ্যেও চলবে ‘আমাদের পাড়া’ প্রকল্পের কর্মসূচি, কেমন হবে কাজ? বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, এর আগে ১৬ই মে, ২০২৫-এ শেষ শুনানি হয়েছিল। সেই সময় ৪ঠা আগস্ট, ২০২৫-এর জন্য মামলাটি “টপ অফ দ্য বোর্ড” হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। সরকারি কর্মীদের আশা সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির পর সমস্ত কর্মচারী তাদের ২৫% বকেয়া ডিএ পাবেন।