সরকারের ১০০০০ টাকা ‘উপহারের’ সিদ্ধান্তে খুশি নন, এবার নয়া দাবি নিয়ে শুরু বিক্ষোভ

Published on:

Published on:

government of west bengal(7)

বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির আগেই রাজ্যের আশাকর্মী-অঙ্গনওয়াড়ি কর্মীদের (Asha worker and ICDS workers) সুখবর দিয়েছে রাজ্য (Government Of West Bengal)। মূলত স্মার্ট ফোন কেনার জন্য প্রত্যেক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০ হাজার টাকা করে ‘পুরস্কার’ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের সিদ্ধান্তে যেখানে খুশি এই কর্মীদের একাংশ, সেখানে বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কিন্তু কেন?

সরকারের সিদ্ধান্তে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

তাদের দাবি ৪জি নয়, ৫জি ফোন দিতে হবে। এই ইসুতেই অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ চলল কোলাঘাট আইসিডিএস অফিস চত্ত্বরে। বিক্ষোভকারীদের কথায়, পুরো কাজই এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছে। এতদিন সেই পুরো কাজ নিজেদের মোবাইল থেকেই করতে হত।

এই সময়ে এসে কেন পুরনো প্রযুক্তির ফোন কেনার জন্য এখন মাত্র ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন তারা। তাদের দাবি, নতুন ফোনের জন্য দেওয়া ১০ হাজার টাকা কোনওমতেই নেবেন না তারা। শনিবার পাঁশকুড়া ২ আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়ারি কর্মীরা এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের মোট সংখ্যা প্রায় ২৩৮। এক একজন প্রায় দুই থেকে তিনটি আইসিডিএস কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। বর্তমান সময়ে তাদের বেশিরভাগ কাজটাই ফোনে করতে হয়। তবে কাজের পরিকাঠামো, কাজের সহযোগিতা দফতর থেকে সঠিকভাবে করা হচ্ছে না বলে অভিযোগ।

এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে বলেন, এতদিন সব আমাদের নিজেদের মোবাইল থেকেই করতাম। ফেস ভেরিফিকেশনের জন্য কিছুতেই ৪জি ফোনে কাজ করা যাচ্ছিল না বলে বাধ্য হয়ে আমরা ৫জি ফোন কিনেছি। এখন একটা ৪জি ফোনে কীভাবে তিনটে সেন্টারের কাজ করা সম্ভব? পাশাপাশি চাকরি ছেড়ে দিলে, বা অবসর নিলে ফোন অফিসে জমা দিতে হবে সেই শর্ত নিয়েও আপত্তি তাদের।

আরও পড়ুন: কৃষ্ণনাম দিয়ে শুরু প্রোমো, প্রেম-ভক্তিরসের মিশেলে প্রথম ঝলকেই মন কাড়ল পল্লবীর কামব্যাক মেগা

উল্লেখ্য, দু’দিন আগেই ফোনের টাকা দেওয়ার ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভাল কাজ করেন। তাঁদের কাজে প্রচুর মানুষের উপকার হয়। তারা যাতে আরও ভাল, সুষ্ঠভাবে কাজ করতে পারেন, সেজন্য স্মার্ট ফোন কিনতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি প্রত্যেক কর্মীদের এই টাকা দেওয়া হচ্ছে।” এবার এই টাকা নিয়েও নতুন করে সমস্যা।