মাসিক ভাড়া মাত্র ২০০০, কর্মজীবী মহিলাদের জন্য রাজ্য সরকার নিয়ে এল ‘কর্মাঞ্জলী’ প্রকল্প, জানুন আবেদন প্রক্রিয়া

বাংলা হান্ট ডেস্ক : বাংলায় এমনিই কাজের অভাব। শিল্প না থাকায় পেটের দায়ে বেশিরভাগ মানুষই ভিনরাজ্যে পাড়ি দিয়ে থাকে। আর যে সব মানুষ বাইরে যেতে পারেনা তাদের ছুটতে হয় শহর কলকাতা, হলদিয়া (Haldia) এসব জায়গায়। আর এবার কাজের খোঁজে বাইরে বের হওয়া মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, যেসব মহিলারা শিল্প শহর হলদিয়ায় আসেন তাদের জন্য সরকারি উদ্যোগে চালু হতে চলেছে ‘কর্মাঞ্জলি’ পরিষেবা। যারা পরিষেবা নিতে ইচ্ছুক তারা যেন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। এমনটাই নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, যেসব মহিলারা কর্মসূত্রে হলদিয়ায় আসেন তারা ন্যূনতম মাসিক ২০০০ টাকার বিনিময়ে এই সুবিধা পাবেন।

সরকারের এই পদক্ষেপ মূলত মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য। যারা কাজের খোঁজে হলদিয়ায় আসেন তাদের সুবিধার্থেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। চালু করা হয়েছে ‘কর্মাঞ্জলি’। এই বিষয়ে বিশদ জানতে হলে purbamedinipur.gov.in ওয়েব সাইটে যোগাযোগ করারং পরামর্শ দিয়েছে সরকার। আগামি ১৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : জ্ঞানবাপীতে পুজো হবেই, কোনও বাধা নেই! হাইকোর্টের রায়ে মুখ পুড়ল মুসলিম পক্ষের

এইদিন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল ‘কর্মাঞ্জলি’ প্রসঙ্গে বলেন, ‘হলদিয়ায় বহু মহিলা কাজ করতে আসেন। তাদের থাকার জন্য কর্মাঞ্জলি নামক পরিষেবা চালু করা হয়েছে। গত বছরেও আমরা মহিলাদের আবেদন জানানোর জন্য নির্দেশিকা জারি করেছিলাম। মাত্র একজন আবেদন করেছিলেন। তাই পরিষেবা চালু করা যায়নি। এই বছর ফের আমরা বিজ্ঞপ্তি জারি করেছি। যাতে মহিলারা আবেদন করতে পারেন। মহিলাদের আবেদনে সাড়া পাওয়া গেলে আমরা পরিষেবা চালু করতে পারব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর