’আজ সন্ধ্যা ৬টায়…’! নবান্ন থেকে বৈঠকের ডাক, এবার কি যাবেন জুনিয়র ডাক্তাররা?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপর ২৫ ঘণ্টা কেটে গিয়েছে। রোদ, বৃষ্টি মাথায় নিয়ে স্বাস্থ্য ভবনের বাইরেই বসে রয়েছেন তাঁরা। নিজেদের দাবি থেকে একচুল নড়তে নারাজ আন্দোলনকারীরা! এই আবহে ফের নবান্ন (Government of West Bengal) থেকে বৈঠকের ডাক পাঠানো হল। এবার ইমেল করলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

  • ১২-১৫ জনকে নবান্নে (Government of West Bengal) আহ্বান মুখ্যসচিবের

মঙ্গলবার দুপুর প্রায় ৩:৩০ থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। গতকালও নবান্ন থেকে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। তবে সেই ইমেলের ভাষা ‘অপমানকর’ বলে দাবি করেন প্রতিবাদকারীরা। আজ সকালে জানানো হয়, পাঁচ দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে পাল্টা ইমেল পাঠিয়েছিলেন তাঁরা।

   
  • মুখ্যসচিবের ইমেলে কী বলা হয়েছে?   

এদিন জুনিয়র চিকিৎসকরা জানান, তাঁরা আলোচনায় বসতে তৈরি। তবে অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে আলোচনায় ডাকতে হবে। শুধু তাই নয়, স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার (Government of West Bengal) যেমন নানান গুরুত্বপূর্ণ বৈঠকের লাইভ সম্প্রচার করে, এক্ষেত্রে তেমনটা করা হোক, চান প্রতিবাদকারীরা।

আরও পড়ুনঃ মমতার চিকিৎসকের সঙ্গে চন্দ্রচূড়ের স্ত্রীয়ের যোগ? টুইট করতেই চরম পদক্ষেপ রাজ্য পুলিশের

এরপরেই নবান্ন থেকে ফের ইমেল পাঠানো হয়। রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব আজ সন্ধ্যা ৬টায় ১২-১৫ জনের প্রতিনিধিদলকে নবান্নে (Nabanna) আলোচনার জন্য আহ্বান জানান। ওই ইমেলে মঙ্গলবার বিকেল ৫টার ‘ডেডলাইনে’র কথা স্মরণ করানোর পাশাপাশি সরকারের তরফ থেকে ফের একবার জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন করা হয়েছে। সেই সঙ্গেই বলা হয়েছে, বিগত ৩২ দিন ধরে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

What will Government of West Bengal do about junior doctors strike

এদিকে নবান্ন থেকে ফের আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইমেল আসতেই জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন বলে খবর। স্বাস্থ্য ভবনের বাইরেই তাঁরা বৈঠক শুরু করেন। সরকারের (Government of West Bengal) তরফ থেকে নতুন করে ইমেল আসার পর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সেই বিষয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর মুখ্যসচিবকে পাল্টা একটি ইমেল পাঠান আন্দোলনকারীরা। সেখানে চারটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। অন্তত ৩০ জনের প্রতিনিধিদল পাঠানোর পাশাপাশি বৈঠকের লাইভ সম্প্রচার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা এবং পাঁচ দফা দাবির ওপর ভিত্তি করে বৈঠকের কথা সেখানে বলা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর