‘শেষ চেষ্টা…’! সোমে ফের জুনিয়র ডাক্তারদের মেল, কবে কোথায় বৈঠকের জন্য ডাকলেন মুখ্যসচিব?

বাংলা হান্ট ডেস্কঃ গত মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। এর মাঝে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠকের চেষ্টা ভেস্তে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে ফের একবার রাজ্যের (Government of West Bengal) মুখ্যসচিবের তরফ থেকে বৈঠকের আহ্বান জানিয়ে জুনিয়র চিকিৎসকদের মেল করা হল।

  • কবে কোথায় বৈঠকের জন্য ডাকলেন মুখ্যসচিব (Government of West Bengal)?

সোমবার বেলায় মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের একটি মেল করে তাঁদের ফের বৈঠকের জন্য আহ্বান জানান। আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে আন্দোলনকারীদের ডাকা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, এটা তাঁদের পঞ্চম এবং ‘শেষ চেষ্টা’!

   
  • কী বলেছেন মুখ্যসচিব?

মনোজ পন্থের (Manoj Pant) তরফ থেকে পাঠানো ওই মেলে বলা হয়েছে, ‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে। এদেশের নাগরিক হিসেবে শীর্ষ আদালতের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। সেই কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদলের বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে পঞ্চম এবং শেষ চেষ্টা করা হচ্ছে। খোলামনে আলোচনার জন্য আপনাদের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি’।

আরও পড়ুনঃ সন্দীপ-অভিজিতের ‘খেল খতম’! ৯-১৪ আগস্ট কী হয়েছিল? CBI-এর এক পদক্ষেপেই হবে সব ফাঁস?

মুখ্যসচিব (Chief Secretary) আরও লেখেন, ‘আমাদের বিশ্বাস, সুচিন্তার জয় হবেই। আমাদের যৌথ সিদ্ধান্ত এবং সংবাদমাধ্যমের কাছে আপনাদের আগেরদিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনও সরাসরি সম্প্রচার অথবা ভিডিওগ্রাফি করা হবে না। কারণ এই বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন। তবে বৈঠকের কার্যবিবরণীতে দুই পক্ষেরই স্বাক্ষর থাকবে’।

Government of West Bengal Mamata Banerjee Junior doctors meeting RG Kar case

রাজ্যের (Government of West Bengal) মুখ্যসচিব জানান, আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই বৈঠকের আয়োজন করা হবে। আগেরদিন বৈঠকের জন্য চিকিৎসকদের যে প্রতিনিধিদল কালীঘাট এসেছিলেন, এদিনও ফের তাঁদের আসার অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বৈঠকের ১৫ মিনিট আগে তথা বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে কালীঘাট পৌঁছে যেতে বলা হয়েছে তাঁদের।

উল্লেখ্য, গত শনিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে লাইভ সম্প্রচার এবং ভিডিও রেকর্ডিংয়ের মতানৈক্যের কারণে সেই বৈঠক ভেস্তে যায়। সুপ্রিম শুনানির আগে মুখ্যসচিবের তরফ থেকে ফের বৈঠকের জন্য ডাকা হল (Government of West Bengal)। আজ কী হয়, সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর