বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলে সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা (Dearness Allowance)। আর সেখানে সওয়ালে রীতিমতো ঝড় তুললেন রাজ্যের আইনজীবী। মঙ্গলবার ডিএ মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে।
DA কি আদৌ সরকারি কর্মীদের মৌলিক অধিকার? এই নিয়ে সওয়াল-জবাব দুই পক্ষের। সরকারি কর্মীদের আইনজীবীর সওয়াল, ডিএ সরকারি কর্মীদের মৌলিক অধিকার। তবে এবারেও তা মানতে নারাজ রাজ্য। রাজ্যের তরফে পাল্টা আইনজীবী কপিল সিব্বল বলেন, মহার্ঘ ভাতা কোনওমূল্যেই মৌলিক অধিকার বলা যায় না।
সরকারি কর্মচারীদের ডিএ মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি নেই বলে আদালতে বলে রাজ্য। সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীর প্রশ্ন, কেন্দ্র যদি ডিএ দিতে পারে, তাহলে রাজ্য কেন কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না? রাজ্যের তরফে আইনজীবী বলেন, আলাদা আলাদা রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম ভিন্ন।
আদালতে রাজ্যের দাবি, ডিএ রাজ্যের আর্থিক অবস্থার উপরে নির্ভরশীল। এই ইস্যুতে সিবালের সওয়াল, দেশে মোট ১৩টি রাজ্য আছে, যারা নিজেদের মতো করে কর্মীদের ডিএ প্রদান করে থাকে। কেউ তাদের বাধ্য করতে পারে না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য।
বিচারপতি কারোল বলেন, ‘দু’ পক্ষই এই কথা মেনে নিচ্ছে যে, এটা ফান্ডামেন্টাল রাইট নয়। এখানে কোনও রুলকে চ্যালেঞ্জ জানানো হয়নি।’
বিস্তারিত আসছে…