বাংলা হান্ট ডেস্কঃ মেলা-খেলায় টাকা আছে, এদিকে ডিএ (Dearness Allowance) মেটানোর বেলায় নেই! দুর্গাপুজোয় অনুদান বৃদ্ধির পর এই ভাবেই রাজ্য সরকারকে তোপ দাগতে শুরু করেছেন সরকারি কর্মীরা। দুর্গাপুজোর জন্য এবার ক্লাবগুলির অনুদান একধাক্কায় বাড়িয়ে দিয়েছে রাজ্য। পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সরকারি কর্মীরা।
হাইভোল্টেজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে | Dearness Allowance
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নিজের কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য। বকেয়া ডিএ মেটাতে আরও ৬ মাসের অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিল সরকার। এই আবহে অনুদানে হাত উপুড় করায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আগামী কাল রয়েছে ডিএ মামলার শুনানি। এই সবের মাঝেই এবার বড় আপডেট সামনে এল।
কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে ১২ নং কোর্টের তালিকায় ডিএ মামলাটি ১৩তম স্থানে আছে। তালিকার প্রথম দিকেই আছে এই মামলাটি টপ অফ দ্য লিস্টে থাকায় আগামীকালই বড় কোনো সুখবর আসবে বলে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, সোমে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে। এদিকে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে।
আরও পড়ুন: ভুয়ো ভোটার ইস্যুতে সক্রিয় তৃণমূল, সোমবার ৯ হাজার নেতা-নেত্রীকে নিয়ে বৈঠক করবেন মমতা
সরকার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিএ না দেওয়ায় রাজ্য সরকারি কর্মীরা আদাতল অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। আগামীকালের শুনানিতে আদালত অবমাননার বিষয়টি সবার আগে সুপ্রিম কোর্টে তোলা হবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার শীর্ষ আদালত কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ।