বাংলা হান্ট ডেস্কঃ চলছে অক্টোবর (মাস। এই মাসের শুরুই হয়েছে পুজো দিয়ে। পয়লা অক্টোবর ছিল মহানবমী। তারপর দুর্গাপুজো কাটিয়ে লক্ষ্মীপুজোতেও ছুটি মিলেছে। আসলে অক্টোবর মাস মানেই উৎসবের মাস, আর লম্বা ছুটি (Government Holiday)। এই মাসে আর কবে কবে ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা? কবে কবে হলিডে? দেখে নিন তালিকা।
অক্টোবর মাসে থাকছে প্রচুর ছুটি | Government Holiday
গতকাল ৬ অক্টোবর ছিল কোজাগরী লক্ষ্মীপুজো। সেই উপলক্ষে ছুটি ছিল। ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। অনেক ক্ষেত্রে পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। এরপর সপ্তাহখানেক পরই কালীপুজোর সময় ছুটি থাকছে। এ বছর কালীপুজো পড়েছে পড়েছে ২০ অক্টোবর।
কালীপুজো উপলক্ষে ২০ তারিখ থেকে ছুটি থাকছে। এরপর ২৩ অক্টোবর ভাইফোঁটা। কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে। আবার আগামী ২৭ অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি রয়েছে। তার পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, এ বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে মিলেছে পুজোর ছুটি।
আরও পড়ুন: DA বাড়লেও নয়া পে কমিশন নিয়ে আসতে পারে ‘খারাপ খবর’, সরকারি কর্মচারীরাদের মাথায় হাত!
এদিকে চলতি মাসে একাধিক দিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। আরবিআই ক্যালেন্ডারে ব্যাঙ্ক ছুটির তথ্য অনুযায়ী ২১ অক্টোবর প্রায় সমগ্র দেশে দীপাবলি এবং গোবর্ধন পূজার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ২৭ অক্টোবর, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে ছটের জন্য ব্যাঙ্ক ছুটি থাকছে। এছাড়াও শনিবার রবিবারগুলো তো রয়েইছে।