বাংলা হান্ট ডেস্কঃ চলছে সেপ্টেম্বর মাস। এই মাসের শেষেই শুরু পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর পুজো মানেই লম্বা ছুটি (Government Holiday)। সেপ্টেম্বর মাসেও থাকছে ছুটি। আর অক্টোবরে তো রীতিমতো লটারি। একাধিক ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কবে কবে হলিডে? দেখে নিন তালিকা।
সেপ্টেম্বর-অক্টোবর মিলিয়ে থাকছে প্রচুর ছুটি | Government Holiday
আগামী ১ অক্টোবর বুধবার মহানবমী, ওই দিন ছুটি থাকবে। পরের দিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি। আবার ওই দিনই গান্ধী জয়ন্তী। ওই দিন সরকারি ছুটি থাকছে। সেই কারণে আগামী ৩ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি মিলবে। ৪ অক্টোবর শনিবার দুর্গাপুজোর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। তার পরের দিন এমনিতেই ছুটি থাকছে।
এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে।
আগামী ২৭ অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি রয়েছে। তার পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। এ বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি।
শোনা যাচ্ছে, এবারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হতে পারে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাস থেকে শুরু ছুটি, অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের হাতেগোনা মাত্র কয়েকটা দিন অফিসে যেতে হবে।
আরও পড়ুন: মিমির পর অঙ্কুশ, অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে ৯ ঘণ্টা জেরা, কী কী প্রশ্ন করা হয়েছে অঙ্কুশকে?
জেনে রাখুন: চলতি বছরে ৮টি ছুটির দিন পড়েছে শনিবার বা রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়েছে। এরপর ২০২৫ সালে মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি মিলবে না।