বাংলা হান্ট ডেস্কঃ পুজো তো এসেই গেল। হাতে আর মাত্র গোনা কিছুদিন। এ বছর সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে পুজো শুরু। সেই সময় টানা ছুটি (Government Holiday) মিলবে। স্কুল-কলেজ, অফিস-কাছারি সবই বন্ধ থাকবে। তার আগেও সরকারি কর্মীদের জন্য আরও বেশ কিছু ছুটি রয়েছে। কবে কবে হলিডে? পুজোর মাসে কবে কবে হলিডে? তালিকা দেখে নিন।
সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা | Government Holiday
সেপ্টেম্বর মাসে থাকবে একাধিক ছুটি। শনিবার ও রবিবার বেশ কয়েকদিন ব্যাঙ্কও বন্ধ থাকবে। এই মাসেই রয়েছে বিশ্বকর্মা পুজো, মহালয়া, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর মতো দিনগুলি। ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার রয়েছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো থেকেই উৎসব শুরু।
পুজোর ছুটি
এ বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি। শোনা যাচ্ছে, এবারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি। এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।
জানা যাচ্ছে, পুজোর ছুটি খুলতে পারে একেবারে ৯ অক্টোবর। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা। তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি মিলবে।
জেনে রাখুন: চলতি বছরে ৮টি ছুটির দিন পড়েছে শনিবার বা রবিবার। এর মধ্যে অনেক গুলো ছুটি ইতিমধ্যেই পার হয়েছে। এরপর ২০২৫ সালে মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি মিলবে না।