কারচুপি অতীত! এবার কড়া সিদ্ধান্ত সরকারের, পুজোর আগেই বিরাট উদ্যোগ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যবাসীর সুবিধার জন্য প্রায়ই নানান উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। এবার যেমন পুজোর আগেই জমি নিয়ে একটি বড় খবর সামনে এল। সরকারের তরফ থেকে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার জমি নিয়ে কারচুপি বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। নবান্নর (Government of West Bengal) তরফ থেকে এমন একটি পদ্ধতি চালু করা হচ্ছে, যাতে আমজনতার চিন্তা অনেকখানি কমবে বলে অনুমান!

  • জমি নিয়ে কী সিদ্ধান্ত নিল সরকার (Government of West Bengal)?

পশ্চিমবঙ্গ সহ দেশের নানান প্রান্তেই জমি সংক্রান্ত ঝামেলার কথা শোনা যায়। বহু ক্ষেত্রে সেই জল গড়ায় আদালত অবধি। কখনও মালিকের অজান্তেই তাঁর জায়গা বিক্রি হয়ে যায়, কখনও আবার ভুয়ো কাগজপত্র দেখিয়ে টাকা নিয়ে ফেরার হয়ে যায় কিছু অসাধু মানুষ। কখনও কখনও আবার জমি ট্রান্সফারের সময়ও বেশ কিছু ত্রুটি চোখে পড়ে। এবার এই সকল সমস্যা সমাধান করতে নবান্নর (Government of West Bengal) তরফ থেকে নয়া পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

   
  • কবে থেকে চালু হবে নতুন পদ্ধতি?

আগেই জানানো হয়েছিল, প্রত্যেকটি জমির (Land) খতিয়ানের সঙ্গে মালিকের ফোন নম্বর যুক্ত করার কথা। এর ফলে কোনও অসাধু মানুষ কাগজপত্র বানিয়ে যদি জমি হাতানোর চেষ্টা করে তাহলে সেটা বন্ধ করা যাবে। জানা যাচ্ছে, নয়া পদ্ধতিতে যদি কোনও জমি ট্রান্সফার হয় তাহলে সঙ্গে সঙ্গে মালিকের ফোনে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। তাই সময় নষ্ট না করে পদক্ষেপ নেওয়া যাবে।

আরও পড়ুনঃ আরজি করের আবহেই ফের এক মেডিক্যাল কলেজে উদ্ধার পড়ুয়ার দেহ! হাইকোর্টে দায়ের মামলা

প্রায় সাড়ে ৫ কোটি জমির খতিয়ানের সঙ্গে মালিকদের ফোন নম্বর যুক্ত করা হবে। পুজোর পরেই এই নতুন পদ্ধতি চালু হবে বলে খবর। শুধু তাই নয়, জমি সংক্রান্তেই নতুন পদ্ধতি চালু করা হলে জনতার উদ্দেশে সেই বিষয়ে প্রচারও করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সরকারের (Government of West Bengal) এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বহু মানুষের সুবিধা হবে বলে অনুমান করা হচ্ছে।

Nabanna Government of West Bengal

এক্ষেত্রে আপনার নামে যদি কোনও জমি থাকে তাহলে বাংলার ভূমি ওয়েবসাইটের দ্বারা নিজের ফোন নম্বরের সঙ্গে সেটি লিঙ্ক করে নিতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে নিতে হবে। এরপর যথাযথ তথ্য দিতে রেজিস্টার করে লগ ইন করে নিজের জমির খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর