বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসে শুরু পুজো। তার আগে হাতে দু’মাস মাত্র সময়। পুজো উপলক্ষে একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে তার আগে মিলল আরেক সুখবর। রাজ্যে নয়া ছুটির (Government Holiday) ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। জানিয়ে রাখি, আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য। ওইদিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্তর।
নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের | Government of West Bengal
৩ সেপ্টেম্বর সমস্ত সরকার ও সরকারপোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ছুটি থাকবে বলে জানানো হয়েছে। গত বছরের ন্যায় চলতি বছরও করম পুজোয় ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। যেহেতু এই পুজোর ক্ষেত্রে দিন নির্দিষ্ট থাকে না তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ থাকে না।
গত বছর করম পুজো পড়েছিল ১৪ সেপ্টেম্বর। এবার পড়েছে ৩ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার করম পুজোয় পূর্ণদিবস ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। তারপর ২০২৪, এবং এবার ২০২৫ এও ছুটি দেওয়া হল। তার আগে চলতি অগস্ট মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। স্কুল-কলেজ, অফিস-কাছারির পাশাপাশি বেশ কয়েকদিন ব্যাঙ্কেও ছুটি রয়েছে।
অগস্ট মাসের ছুটির তালিকা | Government Holiday
অগস্ট মাসে রয়েছে পর পর ছুটির সুযোগ। অগস্টে রয়েছে স্বাধীনতা দিবস, রাখি বন্ধন, জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মতো দিনগুলি। আগামী ৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে। যদিও তা হলিডে পড়েছে। এবছর শনিবার পড়েছে রাখি।
আরও পড়ুন: হাওড়ায় থমকে জনজীবন! হাইকোর্টে মামলা দায়েরের পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত, কোন ইস্যুতে?
তবে টানা ছুটি মিলবে ১৫ অগস্টের সময়। এ বছর ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর পরের দু’দিন শনি এবং রবিও মিলছে ছুটি। শুক্রের পর শনিবার পড়েছে জন্মাষ্টমী। সেই উপলক্ষে ছুটি থাকছে। আর এরপর রবিবার। অর্থাৎ পর পর তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা।