রাজ্যে ফের নয়া ছুটির ঘোষণা! বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস, জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Government of West Bengal(3)

বাংলা হান্ট ডেস্কঃ হাতে গোনা কয়েকদিন পরই পুজো শুরু। সেপ্টেম্বর ও অক্টোবরে টানা ছুটির সুযোগ থাকছে সরকারি (Government of West Bengal) কর্মীদের কাছে। তবে তার আগে ফের সুখবর। রাজ্যে নয়া ছুটির (Government Holiday) ঘোষণা। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়েছে করম পুজো উৎসব উপলক্ষে রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছুটি থাকবে।

নয়া ছুটির ঘোষণা রাজ্যে | Government of West Bengal

ইতিমধ্যেই করম পুজোর ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, রাজ্য সরকারের অর্থ দপ্তরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঘোষণা করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য। ওইদিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা করে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্তর। আর এবার মধ্যশিক্ষা পর্ষদও বিজ্ঞপ্তি জারি করল।

পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৩রা সেপ্টেম্বর, বুধবার করম পুজো উপলক্ষে সমস্ত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। পর্ষদের অধীনে থাকা সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং অনুমোদিত বেসরকারি বিদ্যালয়গুলির জন্য এই ছুটি প্রযোজ্য হবে।

এর আগে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানায়, ৩ সেপ্টেম্বর সমস্ত সরকার ও সরকারপোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ছুটি থাকবে। গত বছরের ন্যায় চলতি বছরও করম পুজোয় ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। যেহেতু এই পুজোর ক্ষেত্রে দিন নির্দিষ্ট থাকে না তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ থাকে না।

Nabanna plans to increase FAR to boost industrial investment

আরও পড়ুন: ‘DA মামলায় পঞ্চম বেতন কমিশনের..,’ চূড়ান্ত শুনানির আগেই বড়সড় আপডেট সামনে

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবার করম পুজোয় পূর্ণদিবস ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। তারপর ২০২৪, এবং এবার ২০২৫ এও ছুটি দেওয়া হল। পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং আসামের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের দ্বারা পালিত একটি গুরুত্বপূর্ণ ফসল উৎসব হচ্ছে এই করম পুজো।