স্বাস্থ্যসাথী নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্য দফতরকে নবান্ন যা নির্দেশ দিল … জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Scheme)। এর মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার বহু মানুষ। এবার এই স্কিম নিয়েই কড়াকড়ির পথে হাঁটছে নবান্ন! সম্প্রতি জানা গিয়েছে এমনটাই।

  • স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Scheme) নিয়ে কড়াকড়ির পথে নবান্ন!

স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) আওতায় রাজ্য কী কী চিকিৎসা সুবিধা প্রদান করে? বেসরকারি হাসপাতালগুলিতে কী কী চিকিৎসা সুবিধা মেলে? এবার সেখানে সেগুলি ডিসপ্লে করার বন্দোবস্ত করতে হবে। রোগী এবং তাঁদের পরিবার পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের পরিবার পরিজনের যাতে চোখে পড়ে, এমন জায়গায় ডিসপ্লে করে এই বোর্ড লাগাতে হবে। নবান্নের (Nabanna) তরফ থেকে এবার স্বাস্থ্য দফতরকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পর্ণা-কথা অতীত! স্লট বদলাতেই ওলটপালট সব! নতুন বেঙ্গল টপারের নাম দেখলে মাথা ঘুরে যাবে!

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর অধীন চিকিৎসা করাতে এসে অনেক সময়ই রোগীর পরিবার পরিজনদের সমস্যার সম্মুখীন হওয়ার খবর সামনে আসে। বহু ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ ওঠে। যে কারণে স্বাস্থ্যসাথীর বদলে নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা করাতে হয় অনেককে। এই সমস্যা যাতে না হয়, তা রুখতে এবার নবান্ন উদ্যোগ নিল বলে খবর।

Nabanna Government of Swasthya Sathi scheme

উল্লেখ্য, ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত প্রায় ৮ বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকারের (Government of West Bengal) এই প্রকল্পের দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছেন। এবার এই নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হল। বেসরকারি হাসপাতালগুলিতে কী কী চিকিৎসা সুবিধা পাওয়া যায়, তার ডিসপ্লে করার নির্দেশ দেওয়া হল।

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Scheme) মূলত একটি বিমা। পশ্চিমবঙ্গের মানুষের চিকিৎসার সুবিধার কথা ভেবে এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করা যায়। কিংবা অনলাইনেও অ্যাপ্লাই করা যায়।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর