বাংলাহান্ট ডেস্ক : গত নভেম্বর মাসেই টোটো (Toto) রেজিস্ট্রেশনের নাম নথিভুক্তির সময়সীমা এক মাস বাড়ায় রাজ্য (Government of West Bengal)। আগে এই সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সেই মেয়াদ এক ধাক্কায় এক মাস বাড়িয়ে দিয়ে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে রেজিস্ট্রেশনের জন্য। এবার শোনা যাচ্ছে, ফের ওই সময়সীমা লম্বা মেয়াদে বাড়ানো হতে পারে। পরিবহণ দফতর (Transport Department) সূত্রে এমনটাই খবর মিলছে।
টোটো সমস্যা সমাধানে ফের বাড়তে পারে ডেডলাইন | Government of West Bengal
রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মোটর ভেহিক্ল এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ৬২তম সাধারণ সভায় হাজির হয়েছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে, সেখানে তিনি বলেন, “টোটোর সঙ্গে গরিব সাধারণ মানুষের জীবিকার প্রশ্ন জড়িয়ে রয়েছে। তাই এ নিয়ে জোরাজুরি করে এমন কিছু করা হবে না যাতে জীবিকার ক্ষতি হয়।”
উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখে সরকার এ নিয়ে সুর নরম করছে কিনা, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এখনও সরকার তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি এ বিষয়ে। প্রসঙ্গত, বেআইনি টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে গত অক্টোবর মাসে নথিভুক্তকরণ করতে হবে এই মর্মে নির্দেশিকা জারি করেছিল রাজ্য পরিবহণ দফতর।
সরকার তরফে নির্দিষ্ট টিটিইএন পোর্টালের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। বলা হয়েছিল, প্রথম ছ’মাসের জন্য ১৬৪৫ টাকা খরচ করে নথিভুক্ত করা হলে একটি অস্থায়ী নম্বর দেওয়া হবে। তাতে থাকবে কিউআর কোড। সেই নম্বরের স্টিকার লাগিয়ে রাখা হবে টোটোর গায়ে। এর মাধ্যমে অন্তত দশ লক্ষ টোটো সরকারি রেজিস্ট্রেশন করবে বলে ধারণা করা হচ্ছিল। তবে আশানুরূপ সাড়া মেলেনি। উল্টে একাধিক সমস্যার কথা উঠে আসে।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সুখবর! এক ধাক্কায় কমল সোনার দাম, সস্তা হল রুপোও: আজকের রেট
সম্প্রতি পরিবহণ মন্ত্রী জানান, ইতিমধ্যেই প্রায় ৯০ হাজার টোটোর নথিভুক্তকরণ হয়ে গিয়েছে। কিভাবে সমস্যা মেটানো যায় সেই চেষ্টা চলছে। রাজ্য সরকার যে এই বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না, সেই ইঙ্গিতও দেন তিনি। এ নিয়ে শীঘ্রই সময়সীমা বৃদ্ধির নির্দেশ জারি হতে চলেছে বলেও খবর মিলেছে।












