ভারতীয় কিনা প্রমাণ দিতে দেখাতে হবে ‘স্মার্ট কার্ড’! দেশজুড়ে বিরাট উদ্যোগের পরিকল্পনা কেন্দ্রের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) বৈধ নাগরিক কারা? কীভাবেই বা প্রমাণ করা যাবে সেই নাগরিকত্ব? আগামী বছর বিধানসভা নির্বাচনের আবহে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের ধরে ধরে বাদ দেওয়া শুরু হয়েছে। অবৈধ ভোটারদের বাছাই পর্ব শুরু হতেই উঠে এসেছে নাগরিকত্বের প্রসঙ্গ। কীভাবে প্রমাণ হবে কে বৈধ নাগরিক?

কীভাবে প্রমাণ হবে ভারতের (India) বৈধ নাগরিকত্ব?

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার কার্ড এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। যে দুটি নথি দিয়ে যাবতীয় সরকারি কাজ করা যায়, আধার কার্ড দেখিয়েই যে ভোটার কার্ড বানানো যায়, সেটাই নাগরিকত্বের প্রমাণ নয় বলে জানানো হয়েছে। তবে কীভাবে হবে প্রমাণ?

Government to issue smart card to prove India citizenship

নতুন করে চর্চায় স্মার্ট কার্ড: দেশবাসী (India) এবং বিরোধী রাজনৈতিক দলের প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট হল বৈধ নাগরিকত্বের প্রমাণ। অথচ এই দুই নথিই অধিকাংশ ভারতীয়ের (India) কাছে নেই। তবে কি তারা বৈধ নাগরিক নন? এই ধোঁয়াশা কাটাতেই এবার দেশজুড়ে কেন্দ্রীয় সরকার বড় উদ্যোগ নিতে চলেছে বলে খবর। আবারও একবার চর্চায় উঠে এসেছে ‘স্মার্ট সিটিজেনশিপ কার্ড’।

আরও পড়ুন : বেশি বৃষ্টিতেই লক্ষ্মী লাভ, জালে উঠল ২৭ কেজি রূপোলি শষ্য! কোথায় মিলল এত ইলিশ?

কী এই স্মার্ট কার্ড: গুঞ্জন শোনা যাচ্ছে, দেশজুড়ে এসআইআর এবং জনগণনার পর ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। শুধুমাত্র ভারতের (India) বৈধ নাগরিকরাই এই কার্ড পাবেন। এর আগেও স্মার্ট কার্ড নিয়ে জল্পনা শোনা গিয়েছে। কিন্তু কী এই স্মার্ট কার্ড? সত্যিই কি কেন্দ্রের এমন কোনও পরিকল্পনা রয়েছে?

আরও পড়ুন : পাত্তাই পেল না জি বাংলা, TRP লিস্ট জুড়ে জলসার রাজত্ব, প্রথম স্থানে কে?

সম্প্রতি সংসদে তৃণমূল সাংসদ মালা রায় নাগরিকত্ব নিয়ে একটি প্রশ্ন করেন। তার উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককেই নথিভুক্ত করার এবং বাধ্যতামূলক ভাবে সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রকে দেওয়া হয়েছে। অর্থাৎ একথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করার ভাবনা কেন্দ্রের রয়েছে। এবার এ বিষয়ে সরকারি ঘোষণার অপেক্ষা।