আগামী ১৫ দিনেই দেশ জুড়ে বন্ধ হচ্ছে ১৮ লক্ষ সিম কার্ড! তালিকায় আপনার নম্বরটিও নেই তো?

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৫ দিনের মধ্যে দেশজুড়ে প্র প্রায় ১৮ লক্ষ সিম ও মোবাইল কানেকশন (Sim & Mobile Connection) বন্ধ (Block) করতে চলেছে ভারত সরকার (Indian Government)। প্রথম এই রেকর্ড সংখ্যক মোবাইল ও সিম কার্ড কানেকশন বন্ধ করা হচ্ছে। কিন্তু কেন? আসলে এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইন পরিষেবার ব্যাপক রমরমা।

আর এই অনলাইন মাধ্যমকে হাতিয়ার করেই নানা ধরনের প্রতারণার ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা। দিনের পর দিন এই প্রতারণার মাত্রা যে হারে বাড়ছে তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে দেশের সরকার। তাই এই সমস্ত প্রতারণা কাটতেই এবার কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার।

এই সাইবার জালিয়াতি রুখতেই আগামী ১৫ দিনের মধ্যে এক ধাক্কায় বন্ধ করে দেওয়া হবে ১৮ লক্ষ সিম ও মোবাইল কানেকশন। প্রতিবেনটি এই পর্যন্ত পড়ার পর, আপনিও নিশ্চয়ই ভাবছেন এই তালিকায় আপনার নম্বরটিও নেই তো? নিশ্চিন্তে থাকুন আসলে সরকার এই কর্মপরিকল্পনা করেছে ঠিকই, তবে তা শুধুমাত্র সাইবার ক্রাইম ও ডিজিটাল জালিয়াতির মত অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য।

তাই সাধারণ মানুষের চিন্তার কোনো  কারণ নেই। পরিসংখ্যান বলছে, গত বছরেই সাইবার জালিয়াতের সঙ্গে জড়িত ৩৭ হাজার সিম কার্ড ব্লক করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রায় ১৭ মিলিয়ন মোবাইল কানেকশন বন্ধ করা হয়েছিল। তাছাড়াও প্রায় ১ লক্ষ ৮৬ হাজার হ্যান্ডসেট ব্লক করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কোটি কোটি টাকা ঘুষ! দুর্নীতি মামলায় এবার CBI-এর হাতেই গ্রেফতার সিবিআই আধিকারিক

২০২৩ সালের এই ডিজিটাল আর্থিক জালিয়াতির কারণে প্রায় ১০ হাজার ৩১৯ কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে জানা গিয়েছে। চলতি বছরেই গত ৯ ই মে টেলিকম বিভাগের তরফের জিও, এয়ারটেল, এবং ভোডাফোনের মত টেলিকম সংস্থাগুলিকে ২৮ হাজার ২২০টি মোবাইল নম্বর বন্ধ করা নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও প্রায় ২০ লক্ষ মোবাইল সংযোগ পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সাহায্য নিয়েই সাইবার প্রতারকদের চিহ্নিত করা হবে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, টেলিকম সংস্থাগুলি মোবাইল কানেকশন এবং সিম কার্ডগুলি পুনরায় যাচাই করার পরেই তারা আগামী ১৫ দিনের মধ্যে সেগুলি ব্লক করবে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X