চিহ্নিত ১০ লক্ষ রেশন কার্ড, বন্ধ হবে অবিলম্বে! এই ভুল করে থাকলে আপনারটাও বাতিল করবে সরকার

বাংলাহান্ট ডেস্ক : সারাদেশে কোটি কোটি মানুষ বিনামূল্যে সরকারি রেশনের সুবিধা নিচ্ছেন। কিন্তু যারা জালিয়াতি করে সরকারি রেশনের সুবিধা নিচ্ছেন সেইসব মানুষের রেশন বন্ধ করতে চলেছে সরকার। সরকার সম্প্রতি দেশ জুড়ে 10 লক্ষ জাল রেশন কার্ড চিহ্নিত করেছে । এই রেশন কার্ডগুলি শীঘ্রই বাতিল করা হবে এবং তাদের রেশন সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। যাদের রেশন কার্ড জাল পাওয়া গেছে, তাদের রেশনও সরকার উদ্ধার করবে বলেই জানা গিয়েছে।

প্রকৃতপক্ষে, সারা দেশে 80 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন কার্ডের সুবিধা নিচ্ছেন। কিন্তু দেশে কোটি কোটি মানুষ আছে যারা এই সুবিধা নেওয়ার যোগ্য নন। তা সত্ত্বেও বছরের পর বছর ধরে বিনামূল্যের রেশন সুবিধা নিচ্ছেন তারা। সম্প্রতি, সরকার 10 লক্ষ অযোগ্য রেশন কার্ডধারীকে চিহ্নিত করেছে। তারা আর বিনামূল্যে গম, ছোলা ও চালের সুবিধা পাবেন না বলেই সূত্রের খবর।।

ইতিমধ্যেই অযোগ্য রেশন কার্ডধারীদের তালিকা রেশন ডিলারদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রেশন ডিলাররা নাম চিহ্নিত করবেন এবং এই জাতীয় কার্ডধারীদের রিপোর্ট জেলা সদরে পাঠাবেন। এরপর তাদের কার্ড বাতিল করা হবে। রেশন কেবলমাত্র সেই সমস্ত লোকদের জন্য উপলব্ধ হবে যারা প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য।

ration

কারা বিনামূল্যে রেশন পাবেন না? NFSA অনুসারে, কার্ডধারীরা যারা আয়কর দেন। এ ছাড়া যাদের জমি রয়েছে 10 বিঘার বেশি এমন ব্যক্তিদের তালিকাও তৈরি করা হচ্ছে। যারা গত চার মাসে বিনামূল্যে রেশন নেননি। সেই সাথে কিছু লোক আছে যারা ফ্রি রেশন নিয়ে ব্যবসা করে তাদেরও শনাক্ত করা হয়েছে। জাল উপায়ে রেশন কার্ড ব্যবহার করার সংখ্যা যোগীরাজ্য থেকে সবচেয়ে বেশি সামনে এসেছে। তবে রেশন কার্ডধারীদের যোগ্যতা যাচাইয়ের কাজ এখনও চলছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর