আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! এবার PPF সহ সুকন্যা সমৃদ্ধির গ্রাহকদের বড় সুখবর দেবে সরকার

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি PPF (Public Provident Fund), সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) অথবা কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)-র মতো সরকার দ্বারা পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনাকে নিঃসন্দেহে খুশি করে তুলবে। কারণ, আগামী ২৯ অথবা ৩০ সেপ্টেম্বর সরকার আপনার জন্য সুখবর ঘোষণা করতে পারে।

উল্লেখ্য যে, ক্রমাগত উচ্চ স্তরের মুদ্রাস্ফীতির হার কমাতে, RBI অগাস্টে সম্পন্ন হওয়া MPC-তে সুদের হারে কোনো বৃদ্ধি ঘটায়নি। পাশাপাশি, ব্যাঙ্কের তরফে RD বা RD-তে দেওয়া সুদের হার রয়েছে সর্বোচ্চ স্থানে। এমন পরিস্থিতিতে চলতি মাসের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

government will give good news for the customers of small savings scheme

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে দেওয়া সুদের হার প্রতি ত্রৈমাসিকে অর্থ মন্ত্রক দ্বারা পর্যালোচনা করা হয়। জুনের পর এখন সেপ্টেম্বরের শেষে এই পর্যালোচনা সম্পন্ন হওয়ার কথা। এর আগে, গত ৩০ জুনের পর্যালোচনা সভায় কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার বিপুল শূন্যপদে নিয়োগ করছে SBI, এভাবে করুন আবেদন

RD-র ক্ষেত্রেও সুদের হার বেড়েছে: গত ৩০ জুন করা পরিবর্তনে, সরকার এক বছর এবং দুই বছরের পোস্ট অফিস FD-এর জন্য ১০ বেসিস পয়েন্ট হার বাড়িয়েছে। যা বেড়ে হয় যথাক্রমে ৬.৯ শতাংশ এবং ৭ শতাংশ। এছাড়াও, পোস্ট অফিসের ৫ বছরের RD-র সুদের হার ৩০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়। এরপর RD-তে সুদের হার বেড়ে দাঁড়ায় ৬.৫ শতাংশ। তবে, অন্যান্য প্রকল্পের সুদের হারে কোনো পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: লঞ্চ হল বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজ! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, অ্যান্ড্রয়েড চার্জারেই হবে চার্জ, কত পড়বে দাম?

উল্লেখ্য যে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০২০-২১ এর দ্বিতীয় ত্রৈমাসিক থেকে ২০২২-২৩-এর দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত টানা ৯ মাস একই স্তরে ছিল। তবে, এখন সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এবার PPF-এর সুদের হার বৃদ্ধি করতে পারে সরকার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর