দারুন খবর! এবার বিয়ের কনেকে দশ গ্রাম করে সোনা উপহার দেবে সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্ক :বিয়ের মরশুম চলছে, তাই সোনার দাম আকাশ ছোঁয়া। দিন দিন যা সোনার দাম বাড়ছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে যাচ্ছে সোনা কেনা। কিন্তু মেয়ের বিয়েতে তো সোনা দিতেই হয়। তবে এত বেশি দাম যে ইচ্ছা থাকলেও বেশি পরিমানে সোনা দেওয়ার সাধ্য থাকে না। তবে এবার অসম রাজ্য সরকারের তরফে বিয়ের কনেকে সোনা দেওয়া হবে।

বাল্য বিবাহ রুখতে এবং বিয়েতে রেজিস্ট্রেশন করার জন্য উতসাহিত করার জন্য অসম সরকার অরুন্ধতী গোল্ড নামের একটি স্কিম চালু করেছে, যেখানে বিয়ের সময় কনেকে ১০ গ্রাম করে সোনা দেবে। আগামী বছর থেকেই অসমে চালু হবে এই নয়া নিয়ম। প্রকল্পের জন্য তিন মাসের বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত।

সেগুলি হল-
১. পাত্রীকে অবশ্যই দশম শ্রেনী অবধি পড়ে থাকতে হবে।
২. বিয়ের সময় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
৩. কনের বাড়ির বাত্সরিক আয় হতে হবে ৫ লক্ষ টাকার কম।
তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সরকারের তরফে বিয়ের রেজিস্ট্রেশন ও বিয়ে সংক্রান্ত অন্যান্য তথ্য় ভেরিফিকেশন করার পর কনের অ্যাকাউন্টে ত্রিশ হাজার টাকা জমা করে দেওয়া হবে। দশ গ্রাম সোনার দাম ত্রিশ হাজার ধরে সেই টাকা দেওয়া হবে। তবে হ্য়াঁ সোনা কেনার বিল দেখাতে হবে রাজ্য় সরকারকে।

উল্লেখ্য, প্রকল্পটি কিছুটা হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের মতো। কারণ, রূপশ্রী প্রকল্পে মেয়ের বিয়ের সময় ২৫ হাজার করে টাকা দেওয়া হয়। যদিও শিক্ষাগত যোগ্য়াতা দেখা হয়না।

X