বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, “বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন।” তিনি স্পষ্ট জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সর্বসমক্ষে এ বিষয়ে কিছু বলবেন না।
দুর্গাপুরের ঘটনা যথাযথ পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্যপাল (Governor CV Anand Bose)
এদিন রাজ্যপাল (Governor CV Anand Bose) আরও স্পষ্ট করে বলেন, দুর্গাপুরের ঘটনায় যথাযথ পদক্ষেপ করা হবে। রাজ্যপালের মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই ধরনের মন্তব্য করছেন রাজ্যপাল।
এদিন রাজ্যপালের মন্তব্যের মধ্য দিয়ে বাংলার আইনশৃঙ্খলার প্রশ্ন উঠে এসেছে। সম্প্রতি একাধিক ধর্ষণ, অপরাধমূলক কার্যকলাপ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিরোধীরা তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব। তারই মাঝে রাজ্যপালের (Governor CV Anand Bose) এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সামনেই বিধানসভা নির্বাচন, রাজ্যে এখন নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রস্তুতিতে ব্যস্ত। এইসময় রাজ্যপালের এমন মন্তব্যকে রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
রাজ্যপালের (Governor CV Anand Bose) মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “রাজ্যপাল অত্যন্ত অভিজ্ঞ, প্রবীণ ব্যক্তিত্ব। কিন্তু বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন জারি করতে দেবেন না। পার্লামেন্টে তো বিজেপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।” অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, “সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল তাঁর বক্তব্য রেখেছেন। বাংলার আইনশৃঙ্খলা আজ ভেঙে পড়েছে, প্রশাসনিক অবস্থা বিপর্যস্ত। তাঁর মন্তব্য সেই বাস্তবতার প্রতিফলন।”
সোমবার দুপুর আড়াইটার সময় রাজ্যপাল (Governor CV Anand Bose) হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিন তিনি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করেন, কথা বলেন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও। দুর্গাপুর যাওয়ার আগেই তিনি বলেছিলেন, “আগে নির্যাতিতার সঙ্গে কথা বলব।”
আরও পড়ুনঃ টেন্ডার ছাড়াই রাস্তা নির্মাণ! কৃষ্ণনগর পুরসভায় ফের দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে মামলা দায়ের
প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের (Governor CV Anand Bose) মন্তব্যে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। নির্বাচনের আগে রাজ্যপালের এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে।