‘প্যানডোরার বক্স খুলব..,’ মমতাকে চরম হুঁশিয়ারি! তোলপাড় কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার আবেদন জমা পড়েছে। আগামী সোমবার মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এই মামলারই আগের শুনানিতে রাজ্যপালের আইনজীবীর কাছে হাইকোর্ট (Calcutta High Court) জানতে চায়, কিসের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷ উত্তরে বোসের আইনজীবী বলেন সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রকাশিত বয়ানের হয়েছে, তার ভিত্তিতেই এই মামলা।

সোমবার মামলার শুনানি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)

বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা উঠলে অভিযোগের প্রেক্ষিতে সংবাদমাধ্যমকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গতকাল বুধবার এই মামলার ফের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে৷ সেখানে রাজ্যপালের আইনজীবী জানান, এখনও পর্যন্ত এই মামলায় নতুন করে কোনো পার্টিকে যুক্ত করা হয়নি।

   

আদালতে বোসের আইনজীবীর বক্তব্য, সংবাদমাধ্যমের কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যানডোরার বক্স খুলতে পারবেন। তাই কাউকে আর নতুন করে এই মামলায় পার্টি হিসাবে যুক্ত করতে চাইছেন না। এরপরই মামলার শুনানির জন্য অনুমতি দেন বিচারপতি। মামলার আগামী পরবর্তী শুনানি অর্থাৎ সোমবারের আগে সংশ্লিষ্ট সবপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা দাবি করেছিলেন, “মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনে সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন।” মমতা বলেন, ‘রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। আমার কাছে অভিযোগ করেছে ওরা।’

আরও পড়ুন: ‘৩১ তারিখের মধ্যে..,’ সোহম মামলায় নয়া মোড়, এবার চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের

গত মে মাসে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। সেই নিয়ে বহু জল ঘোলা হয়। এরপর বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার সৃষ্টি হলে আগের ঘটনার প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ‘ভয়’ পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা।

cv bose mamata

মমতার এই মন্তব্যের পরই রাজ্যপাল বোস জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন। তবে যদি তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তোলেন, আত্মমর্যাদায় আঘাত করেন তাহলে কখনই তিনি সহ্য করবেন না। এরপরই আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর