রাজ্যের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা

Published on:

Published on:

supreme court(2)

বাংলা হান্ট ডেস্কঃ চরমে পৌঁছেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকার (State Government) ও রাজভবনের মধ্যেকার দ্বন্দ্ব আজকের নয়। এবার সেই সংঘাতের আগুন আরও ছড়াল। সূত্র মারফত খবর, এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছেন বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জল গড়াল শীর্ষ আদালতে | Supreme Court

শনিবার রাজভবনে সংবাদমাধ্যমকে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা ‘রাজ্যপাল (চ্যান্সেলর) না রাজ্য সরকারের’ এই প্রশ্নের সঠিক উত্তর পেতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে দিকনির্দেশ চাইবেন বলে মন্তব্য করেন বোস।

এদিন রাজ্যপাল বলেন,“এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কে বিশ্ববিদ্যালয়ের শেষ কথা বলবে চ্যান্সেলর (রাজ্যপাল) নাকি রাজ্য সরকার?” উল্লেখ্য, শনিবার রাজভবনে রাজ্য সরকারের অধীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের আহ্বান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল বোস।

দেখা যায়, সেই বৈঠকে অধিকাংশ উপাচার্যই গরহাজির ছিলেন। মাত্র ৯ জন উপাচার্য বৈঠকে উপস্থিত হন। এই নিয়েই ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। রাজভবন সূত্রে দাবি করা হয়, যেসব উপাচার্য অনুপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকে জানিয়েছেন, তাঁদের বৈঠকে যোগ দিতে মানা করেছে রাজ্য উচ্চশিক্ষা দফতরের।

আবার অনুপস্থিত কিছুজন জানিয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘেরাও বা হুমকির মুখোমুখি হয়েছেন। রাজভবন সূত্রের দাবি, অনেকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আলাদা সময় চেয়েছেন। রাজভবন সূত্রে খবর, কেন উপাচার্যরা অনুপস্থিত সেই বিষয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: একবার নয়! এশিয়া কাপে তিনবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? সূচি সামনে আসার পরেই মিলল উত্তর

এই প্রসঙ্গে রাজ্যপাল জানান, “এই প্রশাসনিক গোলযোগ দূর করার জন্য একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন। ” আইনি পথেই এই সমস্যার সমাধান চান বলে মন্তব্য করেন রাজ্যপাল। এই ইসুতেই এবার তিঁনি রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন বলে সূত্রের খবর।