আর জি কর আবহে এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন? জারি হচ্ছে ৩৫৬ ধারা? এক কথায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে ফুঁসছে গোটা বাংলা। রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ। মঙ্গলবার যেমন স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। এর মাঝেই শোরগোল ফেলে দিল রাজভবনের একটি বিবৃতি। ১৬৭ নং ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সেই বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন, তিনি যেন সংবিধানের ১৬৭ নং ধারা মেনে সকল কার্যকলাপ করেন।

  • আরজি কর কাণ্ডের আবহেই রাজভবনের নয়া বিবৃতি (CV Ananda Bose)

আগস্ট মাসে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। ন্যায়বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। এই আবহে এবার রাজভবনের (Raj Bhavan) তরফ থেকে নয়া বিবৃতি জারি করা হল। সেখানে কী বলা হয়েছে তা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে।

   
  • রাজভবনের বিবৃতিতে কী বলা হয়েছে?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, সদ্য জারি করা এই বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে সংবিধানের ১৬৭ নং ধারা পালন করে সকল কার্যকলাপ করার অনুরোধ করেছেন রাজ্যপাল বোস (CV Ananda Bose)। সেই সঙ্গেই রাজ্যে কী কী সিদ্ধান্ত হচ্ছে, রাজ্য মন্ত্রীসভায় কী কী সিদ্ধান্ত হচ্ছে সেটাও রিপোর্ট আকারে রাজ্যপালকে দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ থাপ্পড় অতীত! এবার সন্দীপকে লক্ষ্য করে ছোড়া হল জুতো! ধুন্ধুমার আদালত চত্বর

এখানেই শেষ নয়, রাজভবনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে, রাজ্যপাল নানান জায়গা থেকে চিঠি, ইমেল পাচ্ছেন। সেখানে তাঁকে তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এই বিবৃতিতে আরজি করের সম্পূর্ণ ঘটনার (RG Kar Case) বিবরণ তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। যেদিন ঘটনা ঘটেছিল সেদিন থেকে কীভাবে ঘটনাক্রম পরিবর্তন হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে বলে খবর।

Raj Bhavan Governor CV Ananda Bose

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এরপর থেকে এই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর মাঝেই জানা যাচ্ছে, রাজ্যপালের (CV Ananda Bose) তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দেওয়া হল এই বার্তা। আপাতত এই নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর