পদত্যাগ মহারাষ্ট্রের রাজ্যপালের, এই ১৩ রাজ্যে বড় রদবদল! বাংলাও রয়েছে তালিকায়?

বাংলা হান্ট ডেস্ক : আবারও টালমাটাল মহারাষ্ট্রের (Maharashtra) রাজনৈতিক পরিস্থিতি। ইস্তফা দিলেন সে রাজ্যের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারি (Bhagat Singh Koshyari)। এছাড়া একযোগে নতুন রাজ্যপাল পেল দেশের ১২টি রাজ্য। এরই পাশাপাশি নতুন উপরাজ্যপাল পেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং লে।

আজ রবিবার রাষ্ট্রপতি ভবন (Rastrapati Bhaban) থেকে বিবৃতি দিয়ে ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজভবনের নতুন বাসিন্দাদের নাম জানিয়ে দেওয়া হয়। যে যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদলাল তার মধ্যে রয়েছে বিহার (Bihar), মহারাষ্ট্র, ঝাড়খণ্ড (Jharkhand), হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যও।

   

কোন কোন রাজ্য পেল নতুন রাজ্যপাল :-

১। অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক
২। সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য
৩। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ
৪। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা
৫। অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া
৬। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির
৭। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ
৮। মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে
৯। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন
১০। মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান
১১। বিহারের নতুন রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
১২। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন রমেশ বাইস
১৩। লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা।

mishra

যে সমস্ত রাজ্যগুলিতে রাজ্যপাল বদলাল সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মহারাষ্ট্র (Maharastra)। সেরাজ্যের বিদায়ী রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কয়েক দিন আগেই। তাঁর মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পরে বিজেপি। এরপরই সরানো হল ভগত সিং কোশিয়ারিকে।

পাশাপাশি রাজ্যপাল বদল করা হল বিহারেও (Bihar)। এই দুটি রাজ্যেই জোট সমীকরণের অংকে বিপাকে রয়েছে বিজেপি (BJP)। পদ্ম শিবির রাজভবনে (Raj Bhaban) এমন কাউকে বসাতে চাইছে যাতে রাজ্য প্রশাসনের খামতিগুলি রাজভবনের মাধ্যমে তুলে ধরা যায়। আর এই একই কারণে বদলানো হল ছত্তিশগড়, হিমা

Avatar
Sudipto

সম্পর্কিত খবর